Thursday, August 15, 2024

To'khon ar e'khon-তখন আর এখন

  
তখন আর এখন
 
ডাল-পাতা সব দুলছে ধীরে, 
মৃদু বাতাস বয়। 
নীল আকাশে মেঘ দেখি না, 
গ্রীষ্মকালের জয়। 
 
দূরের দেশে রয়েছি আমি, 
আধা-শতাব্দী ধ’রে। 
তাও যে আজও দেশের আকাশ
মনে ভাসে, ওরে! 
.
ঋতুর সাথে বেশের বদল, 
ভোরের, সাঁঝের রং,
কালবৈশাখীর ঝোড়ো হাওয়া, 
মায়ের শ্রীয়ের ঢং—
.
পর্বত-সমান মেঘের চূড়ায়, 
চোখ-ধাঁধানো ফাঁক। 
নীল-সাদা সেই গগন-ক্ষেতে 
চীলের চড়তি পাক। 
 
ছাতে চড়ে ঘুড়ি ওড়াই,
প্রতিদিকে আলো। 
গ্রীষ্মকালের কড়া রোদে
পুড়ে হলাম কালো।
 
বর্ষাকালে, মেঘের সেনা,
বাজের ভীষণ ডাক। 
যুদ্ধের শেষে, হাজিরা জানায় 
ঝড়ে-ভেজা কাক। 
 
আজ রয়েছি, সেসব ছেড়ে, 
প্রশান্ত-সাগর-তীরে। 
বিকেল বেলার রোদে, দোয়া:
শান্তি আসুক ফিরে।
 
বৃহস্পতিবার, ১৫ অগাস্ট, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া







 

1 comment:

Anonymous said...

🙏