ও আমার
ও আমার দেশের মাটি,
আমার মনে হয়
সব দেশের-ই মাটি আমার,
তবুও আমার নয়।
মাটি কারোর নয়।
ও আমার দেশের পানি,
আমার মনে হয়
সব দেশের-ই পানি আমার,
যদিও আমার নয়।
পানি কারোর নয়।
ও আমার দেশের হাওয়া,
আমার মনে হয়
সব দেশের-ই হাওয়া সবাইর,
তবুও কারোর নয়।
কিছুই কারোর নয়।
******
ও আমার ঘর-পরিবার,
আমার মনে হয়
সব পরিবার আমার, তবে
কেউই আমার নয়।
মানুষ কারোর নয়।
ও আমার জীবন স্মৃতি,
আমার মনে হয়
সব যুগের-ই স্মৃতি আমার,
যদিও আমার নয়।
স্মৃতি কারোর নয়।
ও আমার চিত্ত খানি,
আমার মনে হয়
সবার চিত্ত সবাইর, তবে
চিত্ত কারোর নয়।
কিছুই কারোর নয়।
******
ও আমাদের জগৎ খানি,
আমার মনে হয়
সব কিছুই সবাইর, তবে
কিছুই কারোর নয়।
কিছুই কারোর নয়।
মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ খ্রি
ব্রুক্লিন, নিউ ইয়র্ক