Wednesday, July 28, 2021

Jug Amader Koli-যুগ আমাদের কলি


যুগ আমাদের কলি

 

রাজনীতি বলে, বিকাশ জরুরী!’

বাণিজ্য বলে, ঠিক!’

হুঁশিয়ারি বলে, ‘সাবধানে, ভাই!’

লোভ-খাঁই বলে, ধিক!’

 

জগৎ জুড়ে আগুন জ্বলে,

পশু-বৃক্ষ মরে

প্রগতি চায় কুরবানলে,

নেতা তুচ্ছ করে

 

সমাজ-পরিবার ভাঙচুর,

শুদ্ধির বদলে ছল

জগন্নাথের রথের অবতার,

প্রাণ-পেষানো কল।

 

বিকাশ-প্রগতির মন্দিরে কি

দিতে হবে সবার বলি?

এমন প্রশ্নের স্পর্ধা কাদের?

যুগ আমাদের কলি

 

সওয়াল ওঠালে জরিমানা, জেল

ধিক্কার অতি ঘ

দেখতে দেখতে সন্ধ্যে এল

আসবে কি আর ভোর?

 

চোখ-কান খুলে, চিত্তের অন্তরে

বিচার করতে হবে

বিবেকের মৃদু গলা, সাহসের জোরে

কর্মে জানাতে হবে

 

এসো ভাই-বোন, দেশী-পরদেশী,

এই কাজে দেও যোগ

কলি যুগের মাঝে, সকলে মিলে

করো মোক্ষার কিছু ভোগ

 

একদিনে বা এক জীবনে

আসে কি মুক্তির ভোর?

তমসা-আঁধারে, দৌড় থেকে ঘুরে,

লক্ষ্য দীপের জোর!

 

বুধবার, ২৮ জুলাই, ২০২১ খ্রি,

ব্রুক্লিন, নিউ ইয়র্ক


Sunday, June 13, 2021

Axa Jaoa (Sriti)-আসা যাওয়া (স্মৃতি)


আসা যাওয়া / স্মৃতি
 
তোমরা গেছো, আমরা আছি,
তবুও আজকে দেশে
গ্রীষ্ম কমেছে, বর্ষা এসেছে,
শীতল, সবুজ বেশে
 
তোমরা গেছো, আমরা আছি,
জানিনা আর কতদিন
স্থানে-সমাজে ঋতু আসে যায়,
উদার অথবা হীন
 
******
 
কতো কি নতু্ন, তবুও দেখি
কতো পুরনো রীতি
জোয়ার-ভাটায়, তুমুল ধারায়,
বইছে এখনো স্মৃতি
 
কতো কিছু হারালো এক, আর ঘুরে
কতো কিছু আরেক পেলো
তোমরা গেছো, আমরা আছি
যাওয়ার সময় এলো
 
******
 
তোমরা গেলে, আবার এলে
নতুন ঋতুর ফুলে
আমরা যাবো, আসবো ফিরে
এই জগতের কূলে
 
সব ভেসে যায়, জানিনা কোথায়
আসে ফিরে কোথা-থেকে
কিছুদিন রয়ে,লে যায় আবার,
স্মৃতিটুকু বাকি রেখে
 
রবিবার, ১৩ই জুন, ২০২১ খ্রি,
ব্রুক্লিন, নিউ ইয়র্ক