Monday, May 27, 2024

Khel-খেল-2024-05-27

 .
খেল
.
বিষের থেকে মধু আসে, 
মধুর থেকে বিষ। 
আঁধার রাতে আলো ভাসে, 
দিনদুপুরে, নিশি। 
.
****** 
.
সুখের দিনে কান্না আসে, 
দুখের মাঝে হাসি। 
প্রিয় আশার মরণ দেখেও, 
চিত্তে বাজে বাঁশি। 
.
এক পা এগোয়ে, দু’ পা পেছোয়ে। 
এইতো ঝুঁকির খেল। 
ধূর্তের পাতে সুখ-দৌলত, 
সাধুর ভাগ্যে জেল। 
.
****** 
.
অবহেলার মরুতে, যত্নের শিশির।
ক্রূরতার মাঝে দয়া। 
নিরাশার রাতে, মুক্তির গীতি। 
তাতেই পীড়ন সহা।
.
সোমবার ২৭ মে, ২০২৪ খ্রি.  
বার্ক্লি, কালিফোর্নিয়া 
.

Wednesday, May 22, 2024

Biden’s Bombs-War and Money

.
Biden’s Bombs / War and Money
.
Biden’s bombs, Biden’s bombs—
Two thousand pounds apiece—
They blow the kids to smithereens, 
And serve to keep the peace.
.
If Trump returns, he’ll send more bombs 
To Israel and say,
“We’ll send them to the Saudis too, 
If they agree to pay.”
.
And hearing all the folk who shout
That this is genocide 
And fearing that in politics
This might be suicide,
.
Biden, Blinken both declare,
“We need to end the strife.”
But keep on sending bombs and planes
To end what's left of life.
.
******
.
War and money, war and money—
Whatever be the weather—
You’ll find that each provides for each. 
They always go together.
.
We've made our zones of peace, within
Their circles wide or small,
Where business booms. Outside the zones,
We find the free-for-all.
.
And that is where our bombs are dropped—
And conflicts are inflamed,
As money drives the wheels of war, 
And “terrorists” are blamed.
.
Wealth and power, wealth and power,
Unabated greed:
Death and dread and suffering—
These are what they feed.
.
******
.
Religion and democracy—
It’s not about that stuff.
It’s all about the land, the oil…
We’ll never have enough.
.
So don’t believe the evening news;
It’s sadly filled with lies.
When eyes and minds and hearts are blind,
Then truth, with justice, dies.
.
“Why should we care for Palestine
And people far away?
But Israel is different!”
Is what the people say.
.
But Biden's bombs are ours too. 
Our taxes pay for those.
The Congo, Yemen, South Sudan?
They aren't far. They're close.
.
2024 May 22nd, Wed.
Berkeley, California
.

Lokkhi bo'nam Xo'roxxoti-Ixxo'r hok ba bap-লক্ষ্মী বনাম সরস্বতী-ঈশ্বর হোক বা বাপ

.
লক্ষ্মী বনাম সরস্বতী /
 ঈশ্বর হোক বা বাপ
.
বাবা আমায় বললো, ‘বাছা,
দুঃখ লাগে দেখে—
বইয়ের ভারি ঝোলা বয়ে
চলছো পথে বেগে’।
.
‘পড়াশোনা করেও কেনো
এমন গোটা হাদা?
পিঠের ওপর ব্যাগ চাপিয়ে,
হচ্ছো ধোপার গাধা!’
.
‘এই বিদেশে এসে, লোকে,
কালের রীতি মেনে,
রোজগারে বেশ ধন জমিয়ে,
গাড়ি-বাড়ি কেনে’।
.
‘তাও যে দেখি, কাঙ্গাল হয়ে
রয়েছো দশক ধরে।
নেই গো গাড়ি, নেই গো বাড়ি!
বোঝাও ব্যাপার, মোরে’।
.
******
.
মাথা চুলকিয়ে জবাব দিলাম,
কয়েক মিনিট ভেবে।
‘তোমার কথা শুনেই আমার
নেই যে কড়ি, জেবে’।
.
‘পুঁজিবাদ যে মন্দ, অশিব—
সম্পত্তি, মূল পাপ—
এসব কথা বলতো আমায়
শ্রদ্ধেয় নিজের বাপ’।
.
‘ছোটবেলার থেকে শুনে,
শিক্ষা মনে রেখে,
রয়েছি, বাবা, দূরে সদা
ব্যবসা, সুদের থেকে’।
.
‘সরল ভাবে জীবন যাপন,
ধনের থেকে দূরে—
এ পথ থেকে বলছো এবার
চলতে হবে ঘুরে?’
.
‘বিলম্বে যে বলছো এখন,
এত বছর পরে:
“সরস্বতীর চর্চা ছেড়ে
লক্ষ্মী আনো ঘরে”’।
.
‘দুজন দেবীর সেবক, সমান,
হয়তো হওয়া যায়।
এই প্রথাটার শেখার সময়
গেছে চলে, হায়!’
.
******
.
আমার জবাব শুনে, বাবা
বললো, ‘বাছাধন,
গরিব হয়ে থাকতে যদি
তৃপ্ত তোমার মন,
.
এই ভাবেই কাটাও জীবন,
ক’রো না বাদে বিলাপ।
দোষ দিও না অন্য কাকেও—
ঈশ্বর হোক বা বাপ’।
.
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া
.

Wednesday, May 15, 2024

Truth and Justice

  
Truth and Justice
 
In each of us there is a sense, innate,
Of fairness, just as each of us can sense
Another’s feelings—almost like our own.
And some of us, at least, have always sought
The truth, discarding comfort based on lies.
 
So empathy and truth and justice—each 
Have always been of worth to humankind—
And every script revered appeals to these,
With words like these in treasured texts inscribed.
And yet, injustice reigns—along with lies.
 
****** 
 
And why is this? Some say the cause is greed 
For wealth and power, each supporting each.
And surely these are drives with low regard
For kindness, truth or justice, but there are
Some other causes too, including these—
 
Our ignorance, our fear, our apathy,
And all our history of lords and kings—
The weeding out of those who dared to speak
Or act against the rule of clubs and swords, 
And now the jails of jobs—and rains of bombs.
 
****** 
 
What gain is there in life for those who seek
For truth, for those who see another’s pain,
And those who strive for equity for all?
The gain is more of persecution, pain—
And yet they try, and fail, and try again.
 
Observe the ones who speak against the lie.
Behold the ones resisting, those who die—
Behold their courage and observe their faith.
One might believe in justice after death,
Another not—yet both believe in right.
 
2024, May 14th, Tue.
Berkeley, California
 

Monday, May 13, 2024

Xadharon manuxer gan-সাধারণ মানুষের গান

 
সাধারণ মানুষের গান
 
জগতের হত্যা, অত্যাচারের মাঝে 
বইছে তবু সেই চিরতন ধারা—
শিশুর হাসি, ঋতুর আসা-যাওয়া, 
এই জীবনের ছোটো মঙ্গল সারা।
 
মানুষের কীর্তি? ভালো-মন্দ দুই! 
নিরাশার খাদের থেকে, আকাশের তারা! 
চোখের জলে, শহীদের চরণ ছুঁই। 
ধন্য, আশা দিয়ে যায় যারা।
 
ইতিহাসে কত বীরের গল্প, তবে 
প্রায় সব-ই যোদ্ধার মহিমায়। 
সাধারণ লোকের উদার যত্ন, সাহস—
কঠোর দশায়, প্রতিদিনের চেষ্টা, হায়—
 
কোন্ মহাকাব্যে লেখা, কোন্ গীতে গাওয়া—
খুঁজে পাই না, জানি না, জানি না, ভাই! 
চোখে দেখে, বুকে টের পেয়ে, 
সেই সাধারন মানুষের গান গাই।
 
নত মাথায়, প্রণাম করি এদের,
মৃদু স্বরে, এদের গুণগান গাই। 
মানুষের সব নিষ্ঠুরতার মাঝে, 
মানবতায় ভরসা রাখি তাই।
 
রবিবার, ১২ মে, ২০২৪ খ্রি.  
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া 
 

Thursday, May 9, 2024

Against the Tide

 .
Against the Tide
.
Can truth and justice be forgotten, while
Injustice rules and lies of all degrees
Inform our views—and so our actions too?
Or should we strive (despite our frailties
And all the weight that presses down on those 
That seek the truth—and seek for justice too)
To be with those who swim against the tide? 
.
Though some may call them fools and others worse,
And though they're faced with silence and ignored
(Or else reviled, condemned and made to pay
Through loss of sustenance or freedom, or
Are brought to harm or even lose their lives),
They give us hope—and keep the flame alive
That lights the darkness in the depths of night.
.
2024 May 9th, Thu.
Berkeley, California
.

Saturday, May 4, 2024

Jot'ilo'tae murkho-জটিলতায় মূর্খ

  
জটিলতায় মূর্খ
 
কত শিশুর কান্না শুনি, 
কত মায়ের বিলাপ। 
কত বাবার দুঃখ, নিরব।
পাপের ওপর পাপ।
 
দয়ার গীতি গাইলো কত 
ভক্ত, সাধু, পীর।
ঘুমের থেকে জাগলো কত 
বুদ্ধ, মহাবীর।
 
তবুও বোমা, তবুও তোপ।
হত্যা, হাহাকার।
প্রাচুর্যের পাশেই আজও
তৃষ্ণা, অনাহার।

******
 
এই জগতের শোকের মাঝে, 
তুচ্ছ আমার ক্লেশ। 
নেই গো কোনো জাতি আমার, 
নেই গো কোনো দেশ।

******
 
কোনো দলের পক্ষ নিয়ে 
করবো কেনো মান?
যেথায় যখন চেতন জাগে, 
সেথায় তখন স্থান।
 
অন্যের সুখে খুশি আমার,
অন্যের পীড়ায় দুঃখ।
এই টুকু, ভাই, জেনে আমি
জটিলতায় মূর্খ। 
 
ইতিহাসে, বিজ্ঞানে,
কত কিছু আছে।
সরল মনে থাকি তবু
মানবতার কাছে।
 
শনিবার, ৪ মে, ২০২৪ খ্রি.  
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া