.
খেল
.
বিষের থেকে মধু আসে,
মধুর থেকে বিষ।
আঁধার রাতে আলো ভাসে,
দিনদুপুরে, নিশি।
.
খেল
.
বিষের থেকে মধু আসে,
মধুর থেকে বিষ।
আঁধার রাতে আলো ভাসে,
দিনদুপুরে, নিশি।
.
******
.
সুখের দিনে কান্না আসে,
দুখের মাঝে হাসি।
প্রিয় আশার মরণ দেখেও,
চিত্তে বাজে বাঁশি।
.
এক পা এগোয়ে, দু’ পা পেছোয়ে।
এইতো ঝুঁকির খেল।
ধূর্তের পাতে সুখ-দৌলত,
সাধুর ভাগ্যে জেল।
.
সুখের দিনে কান্না আসে,
দুখের মাঝে হাসি।
প্রিয় আশার মরণ দেখেও,
চিত্তে বাজে বাঁশি।
.
এক পা এগোয়ে, দু’ পা পেছোয়ে।
এইতো ঝুঁকির খেল।
ধূর্তের পাতে সুখ-দৌলত,
সাধুর ভাগ্যে জেল।
.
******
.
অবহেলার মরুতে, যত্নের শিশির।
ক্রূরতার মাঝে দয়া।
নিরাশার রাতে, মুক্তির গীতি।
তাতেই পীড়ন সহা।
.
সোমবার ২৭ মে, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া
.
অবহেলার মরুতে, যত্নের শিশির।
ক্রূরতার মাঝে দয়া।
নিরাশার রাতে, মুক্তির গীতি।
তাতেই পীড়ন সহা।
.
সোমবার ২৭ মে, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া
.