জোয়ার ভাটার টানে
ভোরের সাথে আশা আসে,
সাঁঝের সাথে যায়।
এই জীবনের জোয়ার ভাটায়
ভাসছি কেবল, হায়!
ওই যে দূরের ডাঙ্গার দিকে
সাঁতার কেটে যাই।
তবুও দেখি, স্রোতের জোরে,
হচ্ছি কাবু, ভাই।
চেষ্টা ছেড়ে, ভাসছি, ওরে,
জোয়ার ভাটার টানে।
রয়েছে জীবন, তাই যে কিছু
সান্তনা পাই গানে।
শনিবার, ৩ অগাস্ট, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া
No comments:
Post a Comment