Wednesday, June 24, 2020

Pori-পরী


পরী
.
চুপি চুপি এসেছিলে তুমি, 
রাতের ঘুমের ঘোরে। 
চাঁদের আলোয় দাঁড়িয়ে ছিলে, 
আমার ঘরের দোরে। 
.
প্রথম আলোয় জেগে উঠে আমি 
এসেছি তোমার খোঁজে। 
নদীর তীরে দেখেছি তোমায়, 
কুয়াশা-ভরা ভোরে। 
.
দেখতে দেখতে ভেসে গেলে, হায়, 
জলের শীতল স্রোতে। 
হতে গিয়ে তাও হলো না তাই 
চেয়েছিল যা হতে।
.
কি কারণে এসেছিলে গো,
কি কারণে গেলে? 
কিছু টুকু তাও সান্ত্বনা পাই, 
সেটার জবাব পেলে। 
.
বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২০ খ্রি, 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
.

Friday, June 19, 2020

Beasts


Beasts

We beasts that feed on plants and other beasts—
We all have bodies and we all have minds;
We need some air and water, sleep and food;
We feel of sorrow, pleasure, pain and joy;
We each are born and live awhile and die—
And none of us know whence or whither, why.

Yet parents rear their children, toil and care—
And children sometimes get to toil in turn.
And beings unrelated by the chance of birth
May do the same for others on this Earth.

So some of us may come to know of love
Or find some insight—or create a whirl
Of mind or matter or of both and then
Regard this as a child that we have birthed
And try to tend it so it lives and grows
Before we vanish to where no one knows.

We beasts devour the plants and other beasts
And yet we recognize the spark of life.
We know that other beings know of pain—
And so at times we act as if we’re sane.

2020 June 19th (Juneteenth), Fri.
Brooklyn, New York

Sunday, June 14, 2020

Ektuku Sneho-একটুকু স্নেহ+A Little Bit of Love


একটুকু স্নেহ

এই জগতে কত জীবের কত দুঃখ, সুখ।
তারি মাঝে রাখি মনে কেবল কটা মুখ।
জীবন পথে যাদের সাথে হেঁটেছি কিছুদিন,
যাদের থেকে নিয়েছি, আছে বাকি কিছু ঋণ, 
দূরের থেকে দেখি, তারা একে একে যায়,
পাওনা কিছু ফেরত দিতে পারি না যে, হায়!
খালি ভাবি, অন্যদের দিয়ে যাবো, তাই,
একটুকু স্নেহ আর সহায়তা, ভাই।

রবিবার, ১৪ই জুন, ২০২০ খ্রি, 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক

A Little Bit of Love

How many beings, with their sorrows, joys,
That come and go in this, our universe!
Of all the faces, there are just a few
I've kept within my mind—the ones with whom
I’ve walked a treasured mile—and those I owe 
A gift of labor or an action kind.
From far away, I see that one by one
They leave—and yet my debts remain unpaid.
And so, before I go, I'd like to give
Some others too a little bit of help—
And from my heart a little bit of love.

2020, June 14, Sun.
Brooklyn, New York