পরী
.
চুপি চুপি এসেছিলে তুমি,
রাতের ঘুমের ঘোরে।
চাঁদের আলোয় দাঁড়িয়ে ছিলে,
আমার ঘরের দোরে।
.
প্রথম আলোয় জেগে উঠে আমি
এসেছি তোমার খোঁজে।
নদীর তীরে দেখেছি তোমায়,
কুয়াশা-ভরা ভোরে।
.
দেখতে দেখতে ভেসে গেলে, হায়,
জলের শীতল স্রোতে।
হতে গিয়ে তাও হলো না তাই
চেয়েছিল যা হতে।
.
কি কারণে এসেছিলে গো,
কি কারণে গেলে?
কিছু টুকু তাও সান্ত্বনা পাই,
সেটার জবাব পেলে।
.
বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২০ খ্রি,
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
.
No comments:
Post a Comment