বিষ
ধূসর আকাশ। বৃষ্টি পড়ে, এঁধো মেঘলা দিনে।
শীত ফিরেছে। উঠি, বসি, পায়চারা দি ঘরে।
মন দমেছে, মানুষ-জাতির নিষ্ঠুরতা চিনে।
আলস বাড়ে। বৃদ্ধকালে, কাজ থেমেছে, ডরে।
সাহস গেছে, ভাটায় ভেসে। রয়েছে, ভারী, ভয়।
তবুও আছে আশা মনে, তবুও দেহে জান।
ভুলিনি তাই আদর্শ, প্রিয়, যুবকালের জয়।
স্মৃতির সাথে, আজও বুকে রয়েছে মায়ার টান।
দূর সাগরের জলের ওপর, রোদের ঝিলিমিলি।
মন জুড়ালো, স্বপ্নে যেনো। তাও যে শঙ্কা! কিসের?
শিশুর, মায়ের কান্না শুনি। দূরে, বোমাবারি!
হত্যাকাণ্ড চলছে জোরে। ফসল, লোভের বিষের!
******
কোন্ চিকিৎসায় সারবে এ রোগ? বিষের অগদ কি?
জানলে পরে, জানিও আমায়। বুদ্ধি আমার কম।
কোন্ ওঝা-গণ মন্ত্র জানে? কেমন তাদের ফি?
কোন্ দেবতার কৃপায় ক্ষমা, রোষে যখন যম?
.
কোন্ সুযোগে মিলন, প্রিয়, কোন্ ঝুঁকিতে বিদায়?
কি কারণে কষ্ট, প্রাণের, কি সু-কাজে খালাস?
কেউ জানে না, তবুও বড়াই, ফালতু গুরুর, হায়!
একের চামে, ফসফর-জ্বালা, অন্যের, মধুর বাতাস।
******
ঘোর আঁধারে, আলোর ঝিলিক। দিন-দুপুরে, নিশি।
জ্ঞান হারিয়ে, মানুষ চলে, হিংস্র দানব-রূপে।
কোন্ বণিকের থেকে কেনা, এমন বিষের শিশি?
দিনে সাধু, রাতে খুনি। কু-কারোবার, চুপে।
শয়তান বসে সিংহাসনে। সবাইর মাথা নত।
এথায় আরাম, ওথায় ব্যারাম। মানুষ জ্ব’লে মরে।
তবুও চলে চোখ এড়িয়ে, দেশের নেতা যত।
বন্ধু বলে, ‘কাঁপছো কেনো, চলতি বিষের ডরে?’
কত দুঃখ-কষ্ট স’য়ে, রয়েছে কত প্রাণ।
তার তুলনায়, তুচ্ছ আমার, যতই সাদা চুল।
আসছে কালে, নীল আকাশের তলায় গাইবো গান।
বসন্তের সেই হওয়ার চুমে, নাচবে রঙিন ফুল।
শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ খ্রি.
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া
5 comments:
বাহ্ ! বেশ চমৎকার
অনেক কথার ভার।
Thanks! Prakas pishe, mone hocche.
Thanks! 🙏🏽 Prokas pishe, mone hocche.
বাহ্! চমৎকার।
সোজা কথা
সহজ ভাষায়।
যত কান্ডে আছে বিষ
অমৃত ভান্ডও অধিক।
মন পাগল, বুঝে নেও
নিজের মতন মনে মনে।
Post a Comment