Sunday, November 12, 2023

Xo'nto-সন্ত

 
সন্ত

যে আঁধারে জ্বালায় বাতি,
চিত্তে জাগায় আশা—
পায় না তাতে পয়সা, খ্যাতি,
পায় না স্তুতি খাসা।

পায় বিবেকে চুপ্টি কিছু, 
শান্তি কিছু মনে। 
অন্তরে পায় তুষ্টি কিছু— 
এই অখিলের কোণে।

******

কান্না মুছে, খিন্ন মুখে 
জাগায় যারা হাসি, 
এই জগতের তাপের মাঝে 
বাজায় শীতল বাঁশি।

বইতে তাদের নাম পাবে না। 
রইবে তারা তেমন, 
সবের মাঝে সন্ত যারা 
রয়েছে সদা যেমন।

শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ খ্রিঃ
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া

1 comment:

Anonymous said...

বাহ্ ! খুবই ভালো।