তা কি ভোলা যায়?
সবই যখন ধ্বংস, ক্ষয়—
তাও কি বেঁচে থাকতে হয়?
ঠেকায় তখন এই পারে কি
কেবল মরণ-ব্যথার ভয়?
জীবন যখন ধূসর, তখন
রঙের স্মৃতি রয় কি মনে?
গালির ঠোকায় কালা হয়েও,
কান কি তবু সুরটা শোনে?
ভোরে যতই সন্ধ্যে আসে,
যতই গেছে চুকে—
দায়িত্ব কি ছাড়া চলে,
যতই ব্যাথা বুকে?
যতই জুতো, যতই লাথি—
যতই ঘোর নিরাশা—
রইবে তবু শুদ্ধি, বিবেক,
রইবে ভালোবাসা।
প্রেমের কথা বলছি না, ভাই।
প্রেম তো আসে, যায়।
কৃতজ্ঞতা, দয়া-মায়া,
তা কি ভোলা যায়?
সবই যখন ধ্বংস, ক্ষয়—
তাও কি বেঁচে থাকতে হয়?
ঠেকায় তখন এই পারে কি
কেবল মরণ-ব্যথার ভয়?
জীবন যখন ধূসর, তখন
রঙের স্মৃতি রয় কি মনে?
গালির ঠোকায় কালা হয়েও,
কান কি তবু সুরটা শোনে?
ভোরে যতই সন্ধ্যে আসে,
যতই গেছে চুকে—
দায়িত্ব কি ছাড়া চলে,
যতই ব্যাথা বুকে?
যতই জুতো, যতই লাথি—
যতই ঘোর নিরাশা—
রইবে তবু শুদ্ধি, বিবেক,
রইবে ভালোবাসা।
প্রেমের কথা বলছি না, ভাই।
প্রেম তো আসে, যায়।
কৃতজ্ঞতা, দয়া-মায়া,
তা কি ভোলা যায়?
সোমবার, ২৩ মে, ২০২২ খ্রি,
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
No comments:
Post a Comment