Sunday, January 11, 2015

Je Gan Gai-যে গান গাই

   
যে গান গাই 
(The Songs We Sing -এর  অনুবাদ)
  
পুরনো গানের সুরে, আমরা গাইছি নতুন গান৷
গানের স্রোতে আসছে, শোনো, প্রাচীন যুগের প্রান৷
অতীত থেকে কান্না-হাসি, বিদ্যা-বুদ্ধি নিয়ে,
বইছে নদী আসছে-যুগে, আজের গীতি দিয়ে৷
  
বনের মাঝে, এলো কানে বনবাসীদের গাওয়া৷
মনে হল বইছে যেন পুরান কালের হাওয়া৷
কত দিনের আগের কথা, সেই হাওয়াতে ভাসে৷
কবে যারা চলে গেছে, মনে আবার আসে৷

নতুন পাতার জন্ম হল, প্রাচীন গাছের ডালে৷
মাটির নিচের শেকড় দিয়ে, অতীত থেকে টানে
নতুন গানের ছন্দ-মানে, নতুন সুরের দোল৷
মায়ের থেকে জন্মে, শিশু ছাড়বে ক্রমে কোল৷
  
নতুন গানে থাকে যদি মূল্য খাঁটি সার,
রইবে গাওয়া, আমরা যখন হয়েছি নদী পার৷
বনের পথে হেঁটে হেঁটে, হয়ত তখন কানে
আসবে, কারোর, মোদের গীতি, দুলবে সুরের টানে
  
সকাল ১১:৩০
রবিবার, ১১-ই জানুয়ারি
ব্রুক্লিন, নিউয়র্ক
  
This is a translation, into Bengali, of:

The Songs We Sing

http://thedailypoet.blogspot.com/2015/01/the-songs-we-sing.html 
 

No comments: