Saturday, January 3, 2015

গাইব তাদের গান (gaibo tader gan)

 
গাইব তাদের গান

ধর্মের পথে, কাটল জীবন পাপের আবিষ্কারে৷
কাজের ফলে, ভরল থলি কেবল তিরষ্কারে৷
যা কিছু প্রিয়, রাখল কেড়ে গভীর অন্ধকারে৷

নিশির মাঝে, পথ হারিয়ে, আলোর খোঁজে যাই৷
হোঁচট খেয়ে, হুমরে পরে, যমের দয়া চাই৷
দুঃখে, শোকে, মনে মনে মায়ের ভজন গাই৷
 
বারেবারে আঘাত খেয়ে, তাও ত আছে প্রাণ৷
তাই ত আছে আলোর স্মৃতি, আছে আশার টান৷
রাতের শেষে, ভোর বেলাতে, গাইব তাদের গান৷
 
শনিবার, ৩রা জানুয়ারি, ২০১৪ খ্রি
ব্রুকলিন, নিউ য়র্ক

 

No comments: