Sunday, January 11, 2015

ভূত–II (Bhut–II)

   
ভূত–II (Bhut–II) 
  
অনেক আশায়, এই বিদেশে
এসে, হলাম গবেট শেষে৷
বলল সাহেব, “ও অকেজো,
এমনি করে বাসন মেজো –  
বাইরে যেন চকচকায় –  
ঝিলিক যেন সোনার প্রায়৷”
বাধ্য হয়ে, মাজছি বাসন৷
তাও ত দেখ, পাচ্ছি শাসন৷
    
কায়দা করে, বেয়ে সিঁড়ি, 
উঠছে সাহেব৷ চাকরি-গিরি
করছি আমি, বেদম খেটে৷
খিস্তি-গালি জ্বলছে পেটে৷
বাসন মেজে মাহিনা পাই,
ফিসফিসিয়ে ভজন গাই৷
সকল আশা হল ছাই,
গুরুর দয়া চাইছি তাই৷
  
ওজন ভারী বইছি যত,
লাঠি-জুতো পাচ্ছি তত৷
করল আমায়, ধোপার গাধা৷
ওজন বয়ে, হলাম হাদা৷
ঘোড়ার মতন ছুটছি যত,
খাচ্ছি তবু চাবুক তত৷
ভূতের মতন খেটে – ধুত!
খিচরে গিয়ে, হলাম ভূত!
   
বিকেল ১:৩৫, রবিবার, ১১ই জানুয়ারি, ২০১৫ খ্রি
বেন্সন্হার্স্ট, ব্রুক্লিন, নিউ যর্ক  
   

No comments: