Thursday, January 16, 2025

Ki ko'ra jae-কি করা যায়?


কি করা যায়?


এমন যুগ কি কখনো ছিলো—

আছে কি কোনো দেশ—

যখন, যেখানে শান্তির সাথে 

সুবাদ ছিলো, বেশ? 


তা জানি না, তা জানি না—

হয়তো কামনা—তবে 

এটুকু জানি, মানবজাতির 

এ পথে অপায় হবে। 


এখনো আকাশে সূর্য-তারা, 

এখনো নদীতে ঢেউ—

বাহিরে-অন্তরে জোয়ার-ভাটা। 

রেখেছে মনে কি কেউ?


****** 


গরিব হলে, এসে যায় না 

ধর্ম তোমার কি।

জুতো লাথি খেতে হবে, 

শুনতে হবে ‘ছিঃ!’ 


প্রতি যুগে একই দশা, 

প্রতি দেশেও তাই। 

মানুষ জাতির এই প্রণালী 

সর্বগত, ভাই। 


মানুষের যা গুণ বা ত্রুটি—

যেমন তোমার, আমার—

নেই কো যুগের, দলের শুধু। 

রয়েছে, সদা, সবার।


****** 


‘উঁচু’, ‘নিচু’, ‘আমার’, ‘তোমার’—

চলছে চারিদিকে। 

তাই সেদিনের লাল পতাকার 

রং হয়েছে ফিকে। 


কি করা যায়, এমন হালে, 

মাথা চুলকিয়ে ভাবি। 

এই কারাগার থেকে খালাস

 চেয়েও পাই না চাবি। 


বাকি সবাই যাই বা করুক, 

ফুটপাতে বা রথে, 

চলবো ধীরে, বিবেক মেনে, 

শান্ত আপন পথে।


****** 


নিজের কাজে, কথায়, লেখায় 

করবো, যত পারি। 

বন্ধু-স্বজন মানবে না, তাও 

করবো না গো আড়ি। 


বলবো খুলে বুকে যেটা 

আসে, যদিও জানি 

পাত্তা দেওয়ার লোকের অভাব।

বাস্তবতা মানি। 


সবাই জেগে উঠবে কবে, 

যোগ দেবে মূল কাজে—

তা জানি না। বাজাই বাঁশি, 

সুর যদিও বাজে।


******


স্থানের সাথে সুর মেলেনা, 

যুগের সাথে ছন্দ। 

কি করা যায়, তা জানি না। 

জেলের দুয়ার বন্ধ। 


সবাই মিলে গাইবে কবে 

নদীর, ক্ষেতের গান? 

আসবে ফিরে কখন দেহে 

জোয়ার-ভাটার টান? 


তা জানি না, তা জানি না। 

গাইছি নিজের সুরে। 

গাইবো জোরে, গাইবো মৃদু,

গানেই যাবো উড়ে।


মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ 

বার্ক্লি, কালিফোর্নিয়া 


Friday, January 3, 2025

A~dhar-alo-আঁধার-আলো

 

আঁধার-আলো


কত কঠোর, নিষ্ঠুর, হিংস্র, হায়— 

এই মানব জাতি, 

যার কীর্তি দেখে কান্না আসে, 

বুক ভরে যায় ব্যথায়, 

মুখের বাণী বেরোয় না গো, 

দিন হয়ে যায় কালো!


তাও যে দয়া-মায়া, সাহস। 

খাটছে একই জাতি, 

করছে আদর, করছে পালন, 

দিচ্ছে জীবন, সেবায়। 

দুঃখ, পীড়ার মাঝেও আশা, 

ঘোর আঁধারেও আলো।


শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ খ্রি.

বার্ক্লি, কালিফর্নিয়া 

----------------------------------------------------------------
Darkness and Light

How harsh, cruel, violent, alas— 
This human species, 
Whose deeds bring tears to the eyes!
The heart is filled with pain;
The words do not come out of the mouth;
The day becomes black.

And yet, what kindness, love, courage!
The same species is laboring, 
Cherishing, nurturing, 
Giving lives in service. 
Hope in the midst of sorrow and pain;
Light in the deepest darkness.

2025 Jan 3, Fri.
Berkeley, California
English version via Google Translate,
(very lightly edited for punctuation, etc.)