Sunday, March 31, 2024

Buker bhalobaxa-বুকের ভালবাসা

 
বুকের ভালবাসা

রাজ্য, রাষ্ট্র আসে, যায়, 
বেলার ছায়ার মত— 
যুদ্ধ, বিবাদ, জয়, পরাজয়, 
হত্যাকাণ্ড যত।

দিনের সূর্য ওঠে, নামে, 
রাতের চন্দ্র তারা—
জোয়ার-ভাটায় দিন কেটে যায়,  
ঋতু, বছর সারা।

কত কান্না, কত হাসি, 
কত দুঃখ, সুখ—
জন্ম-জীবন-মরণ মালায় 
কোটি কোটি মুখ।

এই জীবনের স্মৃতি আসে—
যেনো গতকাল। 
দেখতে দেখতে দিন চলে যায়— 
এই আমাদের হাল।

ফুলের গন্ধ, সাঁঝের ছায়া, 
দিন-দুপুরের আলো। 
জলের শব্দ, গাছের দোলন, 
বুকের বাসা, ভালো।
 
শনিবার, ৩০ মার্চ, ২০২৪ খ্রি.
 বার্ক্লি, ক্যালিফর্নিয়া.

No comments: