Friday, December 27, 2024

Prokritir P'oth-O'sthaitto-translation of Nature's Way-Transience


প্রকৃতির পথ / অস্থায়িত্ব
.
সূর্য-কিরণ এসে ছুঁলো গাছের ডালের কুঁড়ি। 
যাগলো ছোঁয়ায় পাপড়ি, পাতা। 
হাওয়ার চুমে দোলে। 
ঘ্রাণ এসে যায়, বাতাস-দূতে,
প্রেমের শুভ ঘরে।
.
রাতের ঝড়ে সব চ’লে যায়। 
কাঁদিস কেনো, ওরে?
.
******
.
পর্বতের চূড়ার থেকে সাগর-তীরে নেমে, 
গভীর আঁধারে ডুবে, আলোয় আবার উঠে এসে, 
বারে বারে সেই চক্র ঘোরে, 
তোমায় আমায় ধ’রে।
.
তারার আগুন-ঝড় বারে-বারে 
বিশ্বের ধোঁয়া-ধুলো টেনে এনে, জুড়ে,
নতুন রূপে আবার মহাকাশে ছোড়ে। 
তারই থেকে সেই ফোঁটাগুলো,
যার থেকে সব জীব-প্রাণী।
.
তবে কোথা থেকে আসে, বলো,
চেতনার প্রকাশ, খুশি-ব্যথার টানাটানি,
স্বয়ঙ্গের জন্ম, স্বার্থের দাবি,
করুণা-বিবেকের টের?
.
এরই থেকে শ্বাস, পান, খাওয়া,
মৈথুন, খুন-যুদ্ধ-সংহার।
এরই থেকে সব মিলন-ভালোবাসা,
সব কর্ম, ধর্ম, মায়া-দয়া।
.
****** 
.
যে আলো পর্বত-চূড়ায় ভাসে, 
যে আঁধার সাগরের গভীর তলে বয়ে, 
যে বাতাস বনের গাছে গায়,
যে হাওয়া ঢেউয়ের ওপর খেলে—
এদেরকে বেঁধে রাখা কি যায়?
.
এদের তো শুধু মন-মহলে 
কিছুদিনের বাস। তার পরে বিদায়। 
রোদের ছোঁয়ায় যেমন শিশির-ফোটা যায়, 
মায়ের ডাকে তেমনই তুমি-আমি যাবো।
.
******
.
নিজের ভাগ্যে, নিজের পছন্দে, 
কেউ বাজায় বাঁশি, কেউ বাজায় ঢোল। 
ওগো ভাগ্যে-পাওয়া বন্ধু মোর, 
তেমনই তুমি-আমি, তেমনই 
যা কিছু বলি, যা কিছু করি।
.
গাছের পাতা-ফুলের মত, এই জগতের জীব।
কিছুদিনের সুখের বাদে আসে দুঃখ, ক্লেশ।
দেখতে দেখতে তাই চ’লে যায়
ঘর-পরিবার-দেশ।
.
জীবনে, সংসারে, নেই কোনো স্থিতি। 
তবুও এই যে মূল, এই যে পুলক-ব্যথা, 
এই যে দয়া-টান-ভালোবাসা, 
তারই থেকে বেঁচে থাকার কারণ, 
তারই থেকে চেষ্টার, সংগ্রামের সাহস।
.
******
.
তোমার সাথে যদি হাসতে, কাঁদতে পারি, 
ভাগ্যে যদি কিছু সহায়তা দিতে পারি, 
সেই আশীষের সৌভাগ্যে ধন্য-সুখী 
তোমার-আমার জন্ম-জীবন-মরণ—
ফুলের যেমন।
.
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি.
পরিবর্তিত: বুধবার, ২৫ ডিসেম্বর
বার্ক্লি, কালিফর্নিয়া 
.

Sunday, December 1, 2024

Best and Worst

 
Best and Worst
 
We are blinded by hatred; we are blinded by greed.
We are blinded by what we've been taught.
We are swift in our anger, slow in our love.
Our minds--they are sold and are bought.  
 
The worst of the west, the worst of the east,
And the worst of the north and the south
Are the things that we take, from our births to our graves,
As burdens on paths that we walk. 
 
The best of the west, the best of the east, 
And the best of the north and the south
Are forgotten, my friends, as we near to our ends,
In our thought, in our action, our talk...
 
Let us see what is worst, let us find what is best, 
Let us drop then our weights and our chains.
Let us find then the peace and the wisdom we need,
And the light on the path that sustains.
 
2024 Nov. 30
Berkeley, California