Sunday, March 22, 2015

Ekt’i Prarthona—একটি প্রার্থনা

 
This is a partial translation, still in progress, of

A Prayer

http://thedailypoet.blogspot.com/2015/03/a-prayer.html

--------------------------------------------------------------
  
একটি প্রার্থনা

যদি কোনো দেবী থাকেন,
যিনি জীবের বানী শোনেন,
তা হলে আমি তাঁকে
এই ভাবে প্রার্থনা করি:

“যেখানে ভয় অন্ধকার এনেছে ,
সেখনে য়েন সাহস আলো নিয়ে আসে৷
যেখানে মানুষ সুবিচার ভুলেছে,
সেখানে তাদের যেন ন্যায় অন্যায় মনে পড়ে৷
  
“যেখানে অন্তর ব্যারামে কুৎসিত হয়ে গেছে,
সেখানে যেন সৌন্দর্য় তাও পাওয়া যায়৷
যেখানে পাগ্লামি চেঁচিয়ে রাজ্য করে,
সেখানে যেন স্থিরতা জায়গা পায়৷

“যেখানে নির্মম নিষ্ঠুরতা গেড়ে বসেছে,
সেখানে যেন দয়ামায়ার জন্য,
অন্তরের দৃষ্টির জন্য, থেকে যায়
একটুখানি স্থল৷”

--------------------------------------------------------------

This is a partial translation, still in progress, of

A Prayer

http://thedailypoet.blogspot.com/2015/03/a-prayer.html  
  

No comments: