দিন কেটে যায়
গির্জা ঘরে ঘন্টা বাজে,
দিন কেটে যায়, ওরে।
সপ্তাহ্, মাস আর বছর কাটে,
ঋতু, বেলার ঘোরে।
জন্ম-জীবন-মরণ লীলায়
জীবের জগৎ দোলে।
নতুন জীবন পেয়ে জীবি
পুরনো জীবন ভোলে।
নীল গগনে মেঘ উড়ে যায়,
দিন চলে যায় ভেসে।
শ্বাসের সাথে স্মৃতির সারি
বিদায় নেবে শেষে।
কোন্ জগতে জন্ম আবার
চোখ বোজবার পরে?
রাতের শেষে প্রথম আলোয়
জাগবো কাদের ঘরে?
শনিবার, ২০ জুলাই, ২০২২ খ্রি
বার্ক্লি, কালিফোর্নিয়া
No comments:
Post a Comment