বাঁশির ডাক
নিষ্ঠুরতার কোনো সীমা নেই।
অত্যাচারের রাজ
শেষ হবে না কাল-পরশু,
চলছে জোরে আজ।
হত্যা-কাণ্ড ঘটছে সদা।
ধ্বংসে, ক্রোধের জয়।
কত জীবের, জীবন ধরে,
দুঃখ, পীড়ন, ভয়!
******
তবুও দিন আর রাতের লীলা।
তবুও ভালোবাসা।
অন্ধকারের গর্ভে তবু
ভোরের আলোর আশা।
তবুও দয়া, তবুও মায়া।
তবুও সত্যের খোঁজ।
তবুও সাহস। বাঁশির ডাকে
চেষ্টা চলেছে রোজ।
সোমবার, ২২ জুলাই, ২০২৪ খ্রি
বার্ক্লি, কালিফোর্নিয়া
নিষ্ঠুরতার কোনো সীমা নেই।
অত্যাচারের রাজ
শেষ হবে না কাল-পরশু,
চলছে জোরে আজ।
হত্যা-কাণ্ড ঘটছে সদা।
ধ্বংসে, ক্রোধের জয়।
কত জীবের, জীবন ধরে,
দুঃখ, পীড়ন, ভয়!
******
তবুও দিন আর রাতের লীলা।
তবুও ভালোবাসা।
অন্ধকারের গর্ভে তবু
ভোরের আলোর আশা।
তবুও দয়া, তবুও মায়া।
তবুও সত্যের খোঁজ।
তবুও সাহস। বাঁশির ডাকে
চেষ্টা চলেছে রোজ।
সোমবার, ২২ জুলাই, ২০২৪ খ্রি
বার্ক্লি, কালিফোর্নিয়া
No comments:
Post a Comment