Friday, March 29, 2024

T'akar khe'la-টাকার খেলা

 
টাকার খেলা

শ্রমের চাপে, কৃষক-কুলির 
শরীর ভেঙে পড়ে। 
ধনিক জনের সঞ্চয় বাড়ে।
গরীব ভুগে মরে।

জীবন ধরে, বেদম খেটে, 
শ্রমিক খোড়ে গর্ত। 
খাজনা-সুদ-মুনাফায় বাড়ে 
পুঁজিপতির অর্থ।

সব ক্রিয়াতে টাকার খেলা, 
কৃপার ঘোর অভাব। 
‘শান্তি’-কালেও যুদ্ধ চলে। 
মহাজনের লাভ।

লোভের থেকে, হিংস্রতা,
লুন্ঠন, হাহাকার।
সহ্য করলে, মৃত্যু ধীরে।
লড়লে, শীঘ্র বার।

জনসাধারণ বন্দী থাকে 
ধূর্ত ঠকের ফাঁদে। 
অন্যায়-অত্যাচারের জুলুম।
অনাথ শিশু কাঁদে।

 বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রি.
 বার্ক্লি, ক্যালিফর্নিয়া.

No comments: