Tuesday, March 19, 2024

Kon xubhagge-কোন শুভাগ্যে

 
কোন শুভাগ্যে?

ভোরের আলোয় জ্বলছে দেখি 
পাতায় শিশির ফোঁটা—
শিশুর চোখে আলো যেমন, 
ছোট্ট মুখে হাসি।

এই জগতের ঝড়ের মাঝে 
যতই বাড়ে কাল, 
বৃদ্ধ চোখে এসব দেখে, 
বুকে জাগে বাঁশি।

ছোট্ট পাখির ডাক শুনি গো, 
শুনি বর্ষা, হাওয়া। 
দিনে দেখি রঙের খেলা, 
রাতে অন্ধকার।

মনে আসে রাজস্থানের 
রাতের লক্ষ তারা। 
কোন সুভাগ্যে, পিঁপড়ে হয়েও, 
এমন অধিকার?

 মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ খ্রি.
 বার্ক্লি, ক্যালিফর্নিয়া.

No comments: