Tuesday, March 19, 2024

Ki bujhechi-কি বুঝেছি

 
কি বুঝেছি?

আমার জীবন, অতি সাধারন। 
নেই গো তাতে হীরে-রতন। 
ঘোসে-মেজে বাসন, চালিয়েছি তাও, 
করেছি আয়, আয়োজন।

ভোরের আলোয় জেগেছে আশা। 
সাঁঝের সাথে এসেছে ক্লান্তি। 
দিনের বেলায় করেছি কাজ। 
শেষের বেলায় চেয়েছি শান্তি।

কত রকমের নিষ্ঠুরতা, 
কত চেতনের কান্না, হায়! 
নির্বিকারে, হৃদয় ঢেকে, 
চলছে পথে, সবাই প্রায়।

কারোর জীবন কষ্টে কাটে, 
কারোর সহজ পথে। 
ধুঁকতে ধুঁকতে লক্ষ হাটে।
কেউ ভেসে যায় রথে।

এই জীবনের স্রোতে ভেসে, 
ভুগেছি কত দুঃখে, ক্লেশে। 
দেখেছি কত দয়া, মায়া। 
কি বুঝেছি, সবের শেষে?

অনেক দেখে, অনেক ভেবে
লবডঙ্কা, গোল্লা, জিরো!
তাই, হতাশায়, আবোল-তাবোল 
পদ্য লিখে, হচ্ছি হিরো।

সোমবার, ১৮ মার্চ, ২০২৪ খ্রি.
বার্ক্লি, ক্যালিফর্নিয়া

No comments: