Sunday, October 28, 2018

Sritir Jore-স্মৃতির জোরে

 
স্মৃতির জোরে

দেশ ছেড়ে, এই দূর দেশে ভাই
করলাম আমি বাস।
বৃদ্ধকালে রোগের চোটে
ফুরিয়ে এল শ্বাস।

ভাবলাম, এবার যাবার সময়।
তাই তো দিনের শেষে
মনেমনে স্মৃতির খোঁজে
ফিরলাম আবার দেশে।

ব্যথার মাঝে, এল কাছে
ছোটবেলার ছবি।
পাশে এসে বসল আবার
আদি কালের কবি।

দেখতে পেলাম দেশের আকাশ,
দেশের মাটি, জল।
রক্তে তাতে জীবন এল,
পেলাম তাতে বল।

শুনতে পেলাম ভুলে যাওয়া
ছোটবেলার গান।
করলাম আবার মনেমনে
নদীর স্রোতে চান।

দেখলাম আবার, চোখের জলে,
চেনা মুখের হাসি।
গেছে যারা, বলল তারা,
'ফিরব। এবার আসি।'

কানে কানে এল কথা,
'রয়েছে কত কাজ।
জীবনটা তো কিছু দিনের।
ছেড়ো না গো আজ।‘

রোগের মাঝে পেলাম ওষুধ,
টোটকা, দেশের, তাই
স্মৃতির জোরে সুস্থ হয়ে
বাঁচলাম আমি, ভাই।

রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ খ্রি 
ব্রুক্লিন, নিউইয়র্ক
   

No comments: