Monday, October 8, 2018

Ritu-2018-Fall-ঋতু-২০১৮-শরৎ

 


ঋতু  (২০১৮, শরৎ)

আমাদের বর্ষাকালে, এদেশে
বৃষ্টির অভাব থাকে।
তাইতো এরা, সেটাকেও, জুরে,
'গ্রীষ্ম ঋতু' ডাকে।

এদেশের শীতকাল বড় দীর্ঘ,
মেঘে ঢাকা, অন্ধকার।
শীতের চোটে, ভুগে ভুগে কেউ
অন্তরে মানে হার।
  
এদেশের রীতি, এদেশের ঋতু, 
অন্য ধরনের, তাই
কেঁপে কেঁপে শীতের কষ্টে, আমি 
বসন্তের দিকে চাই।

******

এল বসন্ত, ফুল-আলো নিয়ে। 
গাছে গাছে, নতুন পাতা। 
তপ্ত গ্রীষ্ম এল তার পিছে। 
রোদ থেকে বাঁচাল, ছাতা।

সেই অতিথি রইল থেকে, 
চায় না যেতে আর। 
গরমে ভুগে, বলি তাকে 'যাও', 
শোনে না কথা আমার।

গ্রীষ্ম গেল শেষে, ভাটায় ভেসে।
এসেছে আজ শরৎ, দোয়ারে। 
মেঘলা দিনের আকাশের নিচে, 
ফুল মণি দুলছে জোয়ারে।

******

কিছু দিন মাত্র, ফুলের নৃত্য।
চিরকাল, আসা যাওয়া। 
ঝুড়ি-ঝুড়ি পাতা, নিয়ে যাবে কাঁধে,
হেমন্তের মুটে হাওয়া।
  
সূর্যকে ঘুরে ঘুরে, ছুটছে গ্রহ। 
আসছে যাচ্ছে ঋতু। 
জমবে সড়কে, শীতের বরফ। 
ডরে ডরে চলবে ভীতু।

শীতেরও জন্ম-মরন আছে।
আসবে বসন্ত আবার। 
নব জন্মের খুশিতে তখন 
ভরবে চিত্ত সবার।

সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ খ্রি 
ব্রুক্লিন, নিউইয়র্ক
------------------------------------------
  

No comments: