Wednesday, October 3, 2018

Attar Alap-আত্মার আলাপ


বাংলায় ভুল হয়ে থাকলে, দয়া করে জানাবেন।


আত্মার আলাপ 

আছে কি, জীবের মধ্যে, এমনি কিছু,
যেটা মাপা যায় না—তবুও আছে,
যেটার প্রকৃতি মনের প্রকৃতির সমান বা মত—
যেটা দেখে, যেটা শোনে, যেটা বুঝতে পারে,
যেটা সেই খুশী-ব্যথা পায়, যার দরুন
আমরা ভাবি—সাবধান! এটা জীবিত।

মানুষ হলে, ‘এটা’র বদলে ‘এ’ হয়ে যায়।

একেই আমরা এ, ও, সে, তুমি, আমি বলি,
নাম ধরে ডাকি। এরই বিষয়ে ভাবি—
জন্মে এল, মরলে যাবে, আর এখন আছে।

অন্য জীবের ক্ষেত্রেও, আমরা এই ভাবে ভাবি।
যারা ধার্মিক, তারা বলে, জীবের মধ্যে আত্মা আছে।
তবে যারা বৌদ্ধ, তারা এটা মানে না।
আর আব্রাহামের সন্তানদের মতে, শুধু মানুষেরই আত্মা আছে।
বাকি জীবের নেই। তারা সবাই নাকি আত্মাহীন।

এই আত্মাটা যে কি বস্তু, সেটা কেউ বোঝে না।
আর সে কোথায় লুকিয়ে থাকে, সেটাও অজানা।
আত্মার ঠিকানা আর পরিচয়ের খোঁজে যারা বেরোয়,
তারা সবাই হয়রান হয়ে খালি হাতে ফিরে আসে।

এই আত্মা বাবু চুপিচুপি কোথার থেকে এলেন,
আর কেটে পড়ে কোথায় তিনি যাবেন,
এর বিষয়েও অনেক যুক্তি, তত্ত্ব, গল্প আছে।
তবে শেষ হিসেবে, এটা পুরোপুরি বিশ্বাসের ব্যাপার।

আত্মার বিষয়ে আরো কিছু বলা যেতে পারে,
তবে আজকের জন্য এখানেই থামা যাক।

বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ খ্রি
ব্রুক্লিন, নিউইয়র্ক 
  
Related: https://thedailypoet.blogspot.com/2018/10/or-is-there-not.html 

        

No comments: