Friday, January 3, 2025

A~dhar-alo-আঁধার-আলো

 

আঁধার-আলো


কত কঠোর, নিষ্ঠুর, হিংস্র, হায়— 

এই মানব জাতি, 

যার কীর্তি দেখে কান্না আসে, 

বুক ভরে যায় ব্যথায়, 

মুখের বাণী বেরোয় না গো, 

দিন হয়ে যায় কালো!


তাও যে দয়া-মায়া, সাহস। 

খাটছে একই জাতি, 

করছে আদর, করছে পালন, 

দিচ্ছে জীবন, সেবায়। 

দুঃখ, পীড়ার মাঝেও আশা, 

ঘোর আঁধারেও আলো।


শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ খ্রি.

বার্ক্লি, কালিফর্নিয়া 

----------------------------------------------------------------
Darkness and Light

How harsh, cruel, violent, alas— 
This human species, 
Whose deeds bring tears to the eyes!
The heart is filled with pain;
The words do not come out of the mouth;
The day becomes black.

And yet, what kindness, love, courage!
The same species is laboring, 
Cherishing, nurturing, 
Giving lives in service. 
Hope in the midst of sorrow and pain;
Light in the deepest darkness.

2025 Jan 3, Fri.
Berkeley, California
English version via Google Translate,
(very lightly edited for punctuation, etc.)

No comments: