Thursday, November 16, 2023

Juddho juge-যুদ্ধ-যুগে

 
যুদ্ধ-যুগে

দৈনন্দিন, আমরা মিলে
যাকে বলি 'খুন',
কেঁপে উঠে, যাকে ভাবি
অমার্জনিয় পাপ,
যুদ্ধ যখন, সেটাই তখন
'সর্বশ্রেষ্ঠ গুণ'।
'দোষী' তারা, যুদ্ধে যারা  
 কাউকে করে মাফ।

******

শান্ত-শিষ্ট, সাধু? কাবু,
যুদ্ধ যখন শুরু!
সবাইর চাইতে হিংস্র যারা,
তারাই তখন গুরু!

বৃদ্ধ হোক বা বাচ্চা হোক,
মহিলা, অসুস্থ—
পিটিয়ে তাদের জবাই ক'রে,
চিত্ত তখন পুষ্ট।

আকাশ থেকে বোমা যারা
ফ্যালে, তারা পুণ্য।
এর বিরুদ্ধে বকে যারা, 
মূল্য তাদের শূন্য!

যুদ্ধ-ক্ষেত্র ধর্মক্ষেত্র।
এদিক-ওদিক কই?
জেতে যারা, তারাই লেখে
ইতিহাসের বই।

****** 

তুমি-আমি-সবাই যেটা
দেখে বলি, ‘সাদা’,
যুদ্ধ লাগলে, সবাই বলে
সেটাই নাকি ‘কালো’।
শুদ্ধি যাদের, তারাই তখন 
‘মাঠের গরু-গাধা’।
ক্রূর এবং দুষ্ট যেটা, 
সেটাই তখন ‘ভালো’

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ খ্রি
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া
 

No comments: