বিলাপে, দিব্য গান
ভোরের আলোয় ব্যাথা জাগে, দিন-দুপুরে শোক।
চারিদিকে অত্যাচার, অন্যায়, অপমান।
ঘরে-বাইরে হিংস্রতা, মায়া-দয়ার লোপ।
সাঁঝ এলেও, বিরাম দূরে। দুঃখ-ভরা রাত।
দেশে-দেশে হাহাকার, আশা গেছে উড়ে।
মায়ের খোঁজে, অনাথ শিশু। ছিন্ন, চূর্ণ বাপ।
তবুও স্মৃতি, তবুও সাহস। তবুও চেষ্টা, শ্রম।
তবুও যত্ন, তবুও হাঁসি। বিলাপে, দিব্য গান।
বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ খ্রি
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া
No comments:
Post a Comment