Thursday, March 9, 2023

Jibon-Tori-জীবন-তরী

 
জীবন-তরী 

নীল সাগরে ঢেউ উঠেছে, 
ঘুমের থেকে জেগে। 
দিগন্তে যে মেঘ জমেছে, 
আসছে বাদল বেগে। 

এই জীবনের নদীর স্রোতে, 
সুধীর ধারা বহে। *
অকারণে, বদলে মেজাজ, 
ঘূর্ণি-পাগল হয়।

******

ঝড়ো হাওয়া, আকাশ ধূসর। 
সাগরে, আঁধার ভাসে। 
দূরে বিদ্যুৎ। বাজের ধ্বনি 
গুড়গুড়িয়ে আসে।

জীবন-তরী বিশ্ব-স্রোতের 
ফেনায়-ফাঁকে যায়।
কোথার থেকে, কিসের খোঁজে, 
কেউ জানে না, হায়! 

বুধবার, ৮ই ফেব্রুয়ারি, 
বার্ক্লি, কালিফর্নিয়া

* বহে => বয় (উচ্চারণে)

No comments: