বন্দী
যা হয়েছিল, তাতে পেয়েছি দুঃখ,
ফেলেছি চোখের জল।
যা হতে পারে, সেই ভাবনায়
হয়েছি সবেতে নিশ্চল।
পেছনে পুরনোর দুঃখ, খেদ।
সামনে নতুনের ভয়।
মধ্যিখানে রয়েছি আটকে,
সয়েছি জীবনের ক্ষয়।
এদিকে—হয়েছিল, ওদিকে—হতে পারে।
তার মাঝে, দেখো, যে কাঁদে,
যা হচ্ছে, তার ওপর নজর না রেখে,
সে পড়েছে নিজেরই ফাঁদে।
******
কতদিন ভুগেছি, ভাই—
ভেবে ভেবে, হয়েছি হতাশ।
শ্বাস নিয়ে, সকালে উঠে, তাই
এই জেলের থেকে চাইছি খালাস।
যা হয়ে গেছে, তা বদলাবে কে?
যেটা ভেসে গেছে, সেটা যাক।
যা হবেই হবে, তা নিয়ে আরো
বেশি কিছু ভেবে, কি লাভ?
অকেজো কুঁড়েমি ছেড়ে তাই
দাঁড়িয়ে উঠে আজ
করতে হবে, হেসে কেঁদে, এই
হাতের কাছের কাজ।
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ খ্রি
ব্রুক্লিন, নিউইয়র্ক
No comments:
Post a Comment