Monday, October 29, 2018
De'kha, Xona-দেখা, শোনা
দেখা, শোনা
যখন মনে হলো জগতের আলোর
বদলে এসেছে গভীর অন্ধকার,
তখন দুঃখের খাদের থেকে দেখি,
রাতের আকাশে জ্বলছে অগণ্য তারা।
বাইরে তাকিয়ে দেখি, পূর্ব দিগন্তে,
পাতলা নতুন চাঁদের শীতল জ্যোতি।
ভয়ের ফাঁদে যখন ছিলাম কাবু,
মাথা তুলে দেখি আকাশের লীলা।
সাদা মেঘের চূড়ায়, নীল গগনে,
বহিছে, যেন স্বর্গে, সূর্যকিরণ।
******
সংসারের গোলমালের চিৎকারে যখন
ভুগে ভুগে, হতাশায় হয়েছি কালা,
তখনও শুনেছি, হঠাৎ নীরবে,
হাওয়ার বহা, পুকুরের জলের খেলা।
কান পেতে তখন শুনেছি দূরে
ডাকছে গরু, গাইছে রাখাল-বাঁশি।
ছলনায়, অন্যায়-অত্যাচারে যখন
হয়েছি আহত, ক্লান্ত, হতাশ,
তখন শুনেছি মনেমনে আবার
বনের ধারে সাঁওতালের বিলাপী গান।
******
নিজের দুঃখে যখন হারিয়েছি বিচার,
অন্যের বিপদ দেখে, বাড়িয়েছি হাত।
নিজেও পেয়েছি তখন দৃষ্টি, সান্তনা।
বুঝেছি তখন নিজের ক্ষুদ্রতা।
যখন এটা করতে পারিনি, তখন
ভুগেছি এবং ভুগিয়েছি বৃথা।
চোখ কান বুজে থেকেছি যখন,
তখন বুঝিনি কোন কিছু মূল।
চোখ খুলে, কান খুলে দেখেছি, শুনেছি যখন,
শুধু তখনই বুঝেছি মূল্য কিছু।
সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ খ্রি
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment