ভয় ছেড়ে অন্তরে দ্যাখ্
যে দেশে জন্ম, যে দেশে মরণ,
যে দেশে সফর, বাসা—
সে সব দেশে, ক্ররতার সাথে,
বয়েছে ভালবাসা।
দুটোই দেখেছি, দুটোই ছুঁয়েছি,
দুটোর-ই করেছি পান।
ক্রমশ বুঝেছি, প্রতি দেশেই
দুটোর-ই ভাটা ও বান।
******
যেমন শত্রু, যেমন মিত্র,
বুঝেছে কবীর-রুমি,
শুখ-দুঃখে, বাসনা-ব্যথায়,
তেমন-ই আমি-তুমি।
রাতের শেষে, ভোরের আলো,
সাঁঝের শেষে রাত—
এ ভাবে আসে, এ ভাবে যায়
জীবন, শাসন, জাত।
******
নেই কোনো নিচু, নেই কোনো উঁচু,
আছে শুধু আসা-যাওয়া, তাই—
শান্তিতে এসে, শান্তিতে থেকে,
শান্তিতে যাওয়া যেনো পাই।
নেই কোনো বেড়া, নেই কোনো পর—
অন্তরে-অন্তরে এক।
তাই ব’লি তোরে, ‘হৃদয়ের আঁখে
ভয় ছেড়ে অন্তরে দ্যাখ্’।
বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফর্নিয়া
--------------------------------------------
To Look, with Love, Within
The land of birth, the land of death,
The lands of journeys, ends:
In all these lands, the rivers flow—
Of cruelty and care.
I’ve seen and felt their presence, yes—
I’ve tasted both their waters.
In every land, I’ve realized,
These rivers ebb and surge.
******
As with the foe, so with the friend—
As Kabir and as Rumi had seen—
In joy and in war, in pleasure and pain,
So also with me and with you.
At the end of the night, the light of dawn;
At the end of the dusk, the dark.
And so they come, and so they go—
The lives and the reigns and the species.
******
There’s neither a higher or lower, my friend—
There’s only the coming and going.
Arriving in peace, remaining in peace,
In peace let us die and depart.
There’s neither a “self” nor an “other”—no,
In essence, we each are the same.
Let us leave aside fear and venture to dare
To look then, with love, within.
2024, Nov. 13, Wed.
(transl. from Bengali to English, Nov.16)
Berkeley, California
No comments:
Post a Comment