Sunday, June 16, 2024

Xotto-mitther o'dol-bo'dol-সত্য-মিথ্যার অদল-বদল

.
সত্য-মিথ্যার অদল-বদল
.
মিথ্যে কথা, শুনে শুনে,
সত্য ভাবা হয়
সত্য, লুকোনো রাখার চোটে,
মিথ্যের সাজা পায়
.
মিথ্যের ওপর যত নির্ভর,
ঝামেলা তত, সত্যের
খোলাখুলি দেখা দিলে,
লাথি খেয়ে বিদায়
.
******
.
অন্যায়, যখন ঢাকা থাকে,
ব্যাথা দেয় না মর্মে
জঘন্য আহার, সুস্বাদু ভেবে,
গিলে নেওয়া হয় হেসে
.
সবাই কি অসৎ, মন্দ? তা নয়,
চোখ যে বহুদিন বন্ধ
মিথ্যের ঘুমের নেশায়, আরাম।
সত্যে, পীড়ন, দায়।
.
******
.
বিধ্বস্ত, লুণ্ঠিত দেশে, যেখানে
অগণ্য মরেছে পীড়ায়,
সেখানেও, যারা স্মৃতি তোলে,
বারে-বারে হয় ব্যর্থ
.
দৃষ্টির বাইরে, মনের বাইরে
আমরা সেটাই ভালবাসি
আমাদের করে-কেনা বোমা-বর্ষায়,
দূরে, লোকে পুড়ে মরে
.
******
.
তেতো সত্যটাকে ঘেন্না করে,
মিষ্টি মিথ্যে টাকে চুষে খাই
তাই, দেখো, অনাথ শিশু কাঁদে,
বাকিদের লাশের মাঝে
.
জীবন এগোয় উৎসব, তামাশা চলে
যেনো সব-ই ছেলেখেলা
ক্রূর কাণ্ড চলতে থাকে
লজ্জার চিহ্ন নেই
.
রবিবার, ১৬ জুন, ২০২৪ খ্রি.  
বার্ক্লি, কালিফোর্নিয়া
৭ই জুনের ‘Inversion’ কবিতার অনুবাদ
 .

No comments: