Monday, October 24, 2022

Ro'tno-রত্ন

 
রত্ন
 
অধৈর্য্যতা, তাড়াহুড়ো, দৌড়
বাণিজ্যের, উচ্চাশার চাপ
এই পরিবেশে, স্থিরতা যেনো
চরম মন্দ পাপ
 
তবুও দয়া-মায়া, তবু রেহাই
তবুও সুখের বাঁশি
বন্ধু-স্বজন, মধুর মিলন
চমকে, মুখের হাসি
 
মরুভূমির তাপের মাঝে,
শীতল জলের কূপ।
বাইরে কত চ্যাঁচামিচি,
অন্তরে তাও চুপ
 
যত অন্ধ বোকামি,
তত সূক্ষ্ম বুদ্ধি।
ঘোর নোংরামির রাজে,
বেঁচে রয়েছে শুদ্ধি।
 
কত রকমের অবহেলা,
কত ধরনের যত্ন।
সংসারের জঞ্জালের মাঝে,
কুড়িয়ে পেয়েছি রত্ন।
 
কাড়াকাড়ি, হিংস্রতা, অত্যাচার
ব্যাথা, দুঃখ, নিরাশা
এই আঁধারেও, সাহসের আলো
জাগিয়ে রেখেছে আশা
 
সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ খ্রি.
ব্রুক্লিন, নিউ য়র্ক
 

No comments: