রত্ন
এই পরিবেশে, স্থিরতা যেনো
বন্ধু-স্বজন, মধুর মিলন।
চমকে, মুখের হাসি।
শীতল জলের কূপ।
বাইরে কত চ্যাঁচামিচি,
যত অন্ধ বোকামি,
তত সূক্ষ্ম বুদ্ধি।
ঘোর নোংরামির রাজে,কত ধরনের যত্ন।
সংসারের জঞ্জালের মাঝে,
কুড়িয়ে পেয়েছি রত্ন।
ব্যাথা, দুঃখ, নিরাশা।
এই আঁধারেও, সাহসের আলো
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
No comments:
Post a Comment