রথযাত্রা
গঙ্গাধর বাবুর সঙ্গে
যেতাম রথের মেলায়।
কোনো একটা চারা কিনে,
ফিরতাম বিকেল বেলায়।
মনে আছে, ছোটবেলায়,
রথযাত্রার দিনে,
সাজানো হতো রথ গুলোকে,
রঙিন কাগজ কিনে।
তিন ঠাকুরকে বসিয়ে মাঝে,
টানা হতো রথ।
রাসবিহারীর ফুটপাত দিয়ে,
যাওয়া-ফেরার পথ।
মোম্বাতি বা প্রদীপ রথে
জ্বালানো হতো যখন,
কাগজে কাঠে আগুন কেনো
জ্বলে উঠতো না তখন?
ভাই বোনেরা টানতাম মিলে
বিকেল-সন্ধ্যেবেলায়।
ছোট্টরা সব খুশি হতাম
বাত্সরিক এই খেলায়।
9
No comments:
Post a Comment