ধন আহরণ
.
গরিব বলে, ‘বাঁচতে দাও,
চাপের চোটে মরি।‘
ধনী বলে, ‘খেটে খাও,
নই বা ডাকো হরি।‘
.
এই জীবনে খাটনি আছে,
মানি সেটা, তবে
খাটলে পরেই রেহাই পাবো?
ভাবলেই কি তা হবে?
.
আলস আছে, খাটিয়ে আছে।
থাকবে সদা তাই।
তাই ব'লে কি এক হয় গরিব,
অন্য ধনী, ভাই?
.
******
এক দিনে, তো গরীব, ধনীর
ঘন্টা আছে সমান।
ক’গুন খাটনি সম্ভব, সেটা
করবে কি ভাই প্রমাণ?
.
ধনীর খাটনি গরিবের থেকে
কগুন হতে পারে?
দেখেছি তো, শ্রমিক কাহিল,
গাধা-খাটনির ভারে।
.
তিন গুণ যদি বলো, আমি
মানবো, তবে হ্যাঁগো,
বেজস-বাবু কত খাটে,
অংক কষে দেখো।
.
নিজের খাটনির জোরে, ধনী
হওয়া কি এত সহজ?
অন্যের খাটনির জোরে হওয়া—
এতেই লাগে মগজ।
.
******
দশ জন যদি কর্মী থাকে,
দশ জন ভাড়াটে,
ধনী হওয়া সম্ভব এতে,
খেটে—বা না খেটে।
.
শ্রমিক-সংখ্যা হাজার যখন,
মজুদ, শেয়ারও তেমন,
বেজসের দিকে চলবে তখন,
হাউইবাজি যেমন।
.
জানি, এত সহজ না, ভাই,
সব জিনিসেই বিপদ।
ধনের জায়ু মেটায় তবু
অনেক পীড়ার আপদ।
.
দারিদ্র তে মিটবে না ভাই,
সইতে হবে হেসে।
বেদম খেটে, রইতে হবে
গাড্ডা-কূপে শেষে।
.
******
ধন-আহরণ হরণ বুঝি?
না না, এ কি বলছো?
আমার মত, তুমিও খেটে
ধন উপার্জন করছো।
.
চালাক আছে, চালু আছে।
কত রকম বুদ্ধি!
কারোর শুধু লোভ-ই আছে,
অন্যের আছে শুদ্ধি।
.
তবুও প্রতি বিজ্ঞানে, ভাই,
আইন আছে যেমন,
অর্থনীতির খাতায় টানা
লাইন আছে তেমন।
.
খাটনি না ভাই, মগজ না ভাই,
লাইন ধরে চলা--
এতেই ধনের বৃদ্ধি ঘটে,
রইল আমার বলা।
.
******
.
খাটনি, মগজ লাগতে পারে।
সব জিনিসেই তাই।
শুধু এতেই চলবে না, তাও।
লাইনে চলা চাই।
.
পকেট ভরা পয়সা হলে,
চান্স টা অনেক ভালো।
পকেট খালি যাদের, তাদের
ভাগ্যটা ভাই কালো।
.
রক্ত দিয়ে, পোক্ত হয়ে,
উপায় আছে, মানি।
কজন পারে, কজন মরে,
সেই কথাটাও জানি।
.
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ খ্রি
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
.
No comments:
Post a Comment