Monday, March 11, 2019

A~dhar alo-আঁধার আলো


আঁধার আলো

শীতল রাতের চাঁদের আলোয়, 
দুপুর বেলার রোদ।
বুকে যেমন দয়া আছে, 
তেমনি আছে ক্রোধ।
 
জাহান্নম আর নরক থেকে, 
স্বর্গের হাওয়া আসে। 
সভ্যতা আর বর্বরতা 
চলছে পাশে পাশে।
 
সব ধর্মে খারাপ আছে, 
সব ধর্মে ভালো। 
একদিকে, সেই অন্ধকার।
আরেক দিকে আলো।
 
প্রতি দেশে পাবে খুঁজে 
কত খাঁটি গুণী। 
সেই দেশেরই ইতিহাসে, 
রক্ত, খুনাখুনি।
 
পরী ফেরেশতা আছে বসে,  
সব মানুষের বুকে। 
তারি পাশে রাক্ষস আছে, 
হিংসের ওপর ঝুঁকে।
 
রবিবার, ১০ মার্চ, ২০১৯ খ্রি 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক


No comments: