বর্তমানে
এই জগতে আসা যাওয়া
কি কারণে, ভাই?
এসেছিলাম মূর্খ শিশু।
বুঝেছি তো ছাই।
গতকালে ছিলাম। এবার
আসছে কালে যাই।
দেখতে কিছু পাই না, বাপু।
রই না বেশি তাই।
গতকালের শোকে ভুগি,
আসছে কালের ভয়ে।
এদের সাথে যতই লড়ি,
পাই না শেষে জয়।
ভবিষ্যৎ আর অতীত—এদের
সঙ্গে লড়া মিছু।
বর্তমানে দুঃখ আছে,
সুখ ও আছে কিছু।
হাটছি আজ এই বন্য পথে,
বর্তমানে তাই।
পৌঁছব কি? কোথায়, কবে?
জানি নাকো ভাই।
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ খ্রি,
ব্রুকলিন, নিউ ইয়র্ক
No comments:
Post a Comment