Thursday, April 18, 2024

Rat pohalo-রাত পোহালো

 
রাত পোহালো
.
রাত পোহালো। প্রথম আলোয়,
ঘুম ভেঙ্গেছে মোর। 
জানালা দিয়ে বাইরে দেখি— 
কুয়াশা ভরা ভোর।
.
ছোট্ট পাখির ডাক শোনা যায়। 
মানবো আহবান। 
ঘরের থেকে বেরিয়ে আমি 
ক’রবো প্রাতের পান।
.
মুখটা ধুয়ে, চটিটা পড়ে, 
বেরই ভোর সকালে।
এই স্মৃতিটা আসলো ফিরে, 
শুষ্ক বৃদ্ধকালে।
.
রক্ত ঢেলে সূর্য ওঠে,
ক্রমশ হয় স্বর্ণ। 
রবির আলোর ছোঁয়ায় জ্বলে 
নারীর মুখের বর্ণ।
.
রাতের শিশির দিনের রোদে 
হচ্ছে ক্রমে হাওয়া। 
ফুলের পাপড়ি দুলছে খুলে। 
ভৃঙ্গের আসা-যাওয়া।
.
এত বছর বাদেও আবার 
আসছে ফিরে স্মৃতি। 
ঋতুর যেমন চক্র, তেমন 
মনের আপন রীতি।
.
বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ খ্রি.  
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া 
.

Monday, April 15, 2024

The Myriad Stars

.
The Myriad Stars
.
On moonless desert nights, the stars are seen
As countless fires burning in the sky—
As beacons, signals from the ancient past,
So distant, cold—yet timeless and serene,
Unchanged, unbothered through our puny spans.
.
******
.
The sun, the moon, the planets, and the stars
Appear to us as watchers in the sky.
But this is mere appearance, nothing more.
So all the histories of life on Earth
And other planets, scattered through the vast,
Go unobserved, for all those “eyes” are just
As blind, to all, as yours and mine can be
To all but what may cross, by chance, our paths. 
.
And yet, each part of space and time appears
To listen and to talk to other parts—
So every action is indeed observed
And every word I write and every thought
And everything you sense and feel is part
Of something that transcends both “you” and “I”.
We each have risen up like ripples from
A sea in which we will, in turn, subside.
.
* * * * * * 
.
So birth and death and all that’s in-between
Are tiny parts within a fluid whole
Where mind and matter, light and feeling mix,
As planets whirl in orbits ‘round their suns,
Within whose innards tiny atoms fuse
To light the giant fires that we perceive
On looking up at night as all those lights
Uncountable—the distant, burning stars.
.
* * * * * * 
.
And some believe our lives are governed by
The stars, as seasons of the year are tied
To what appears to be that moving dome
That does its stately circles, year by year.
And others, such as me, may disbelieve
And yet observe the tides of sun and moon
And sense the rhythms of the lungs and heart.
Each cycle is, of other cycles, part.
.
The stars are born and die, like you and I—
And each of us is like a tiny whorl,
Within which whirl a zillion other whorls.
And so, in fractal fashion, each of us
Reflects the whirling of the universe.
And so the dervishes go ’round—and deep,
As yogis hold their poses, slowly move,
And Tai Chi masters dance in sensing arcs.
.
****** 
.
On desert nights we still can see those lights—
Those eyes that seem to watch our every move—
That see us kill and die in senseless wars—
That see the species, empires wax and wane—
Beneath the heavens with their myriad stars.
.
2024 April 14th, Sun.
Berkeley, California
.

Friday, April 12, 2024

Self and Other, True and False

 
Self and Other, True and False

Beware of those who claim that “we” alone
Are special, deem the “others” base—or worse.
“Be not beguiled by demagogues.” remains
The thrust of much I write in prose or verse.

Beware of “leaders”—those who lead, with words,
The rest of us to evil, breeding hates.
Let's cleanse our minds and hearts, before the acts
That follow fear and hatred seal our fates.
 
Beware of lies that masquerade as truths.
Be cautious, always, of the things you learn
From sources other than the here and now—
For every “nation proud” is fooled in turn.
 
Let's open mind and hearts to views and news
That contradict the ones we now may hold.
Let's free our vision, widen it in scope,
Discern the truth, reject the lies we’re told.
 
****** 

The line between the “self” and “other” serves
For function and defense—and that is all.
Observe that line—and watch that line dissolve.
Behold the One that manifests in All.

That One is naught but Sentience itself—
That seems fragmented. So, the predator and prey
Are each the same.  And this, we sentients know,
Although we’re trapped by rules that we obey.

And some of these are primal, dating back
To times primeval in the muck and slime
Where life emerged and then began to feed
On other life—as life has done through time.

But other rules are those we have imposed
On selves and others, through our human wiles.
And some may serve some purpose good, but some
Are part of all that poisons and defiles.

2024 April 11th, Thu.
Berkeley, California 

Thursday, April 11, 2024

Proxno-প্রশ্ন

 
প্রশ্ন

শরীর যখন অসুস্থ, লোক তখন চিকিৎসা চায়।
ক্রমে ক্রমে ভালো হয়, নইলে ভুগে মরে। 
মনের ব্যারাম হলে পরে, কিভাবে সারানো যায়? 
জানলে পরে, জানিও—যদি লভ্য, সস্তা দরে।
 
বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ খ্রি. 
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া

Saturday, April 6, 2024

Bix-বিষ

বিষ
 
ধূসর আকাশ। বৃষ্টি পড়ে, এঁধো মেঘলা দিনে। 
শীত ফিরেছে। উঠি, বসি, পায়চারা দি ঘরে। 
মন দমেছে, মানুষ-জাতির নিষ্ঠুরতা চিনে। 
আলস বাড়ে। বৃদ্ধকালে, কাজ থেমেছে, ডরে।
 
সাহস গেছে, ভাটায় ভেসে। রয়েছে, ভারী, ভয়। 
তবুও আছে আশা মনে, তবুও দেহে জান। 
ভুলিনি তাই আদর্শ, প্রিয়, যুবকালের জয়। 
স্মৃতির সাথে, আজও বুকে রয়েছে মায়ার টান।
 
দূর সাগরের জলের ওপর, রোদের ঝিলিমিলি।
মন জুড়ালো, স্বপ্নে যেনো। তাও যে শঙ্কা! কিসের?
শিশুর, মায়ের কান্না শুনি। দূরে, বোমাবারি!
হত্যাকাণ্ড চলছে জোরে। ফসল, লোভের বিষের!
 
****** 
 
কোন্ চিকিৎসায় সারবে এ রোগ? বিষের অগদ কি?
জানলে পরে, জানিও আমায়। বুদ্ধি আমার কম।
কোন্ ওঝা-গণ মন্ত্র জানে? কেমন তাদের ফি?
কোন্ দেবতার কৃপায় ক্ষমা, রোষে যখন যম?
.
কোন্ সুযোগে মিলন, প্রিয়, কোন্ ঝুঁকিতে বিদায়? 
কি কারণে কষ্ট, প্রাণের, কি সু-কাজে খালাস? 
কেউ জানে না, তবুও বড়াই, ফালতু গুরুর, হায়! 
একের চামে, ফসফর-জ্বালা, অন্যের, মধুর বাতাস।
 
******
 
ঘোর আঁধারে, আলোর ঝিলিক। দিন-দুপুরে, নিশি। 
জ্ঞান হারিয়ে, মানুষ চলে, হিংস্র দানব-রূপে। 
কোন্ বণিকের থেকে কেনা, এমন বিষের শিশি? 
দিনে সাধু, রাতে খুনি। কু-কারোবার, চুপে।
 
শয়তান বসে সিংহাসনে। সবাইর মাথা নত।
এথায় আরাম, ওথায় ব্যারাম। মানুষ জ্ব’লে মরে।
তবুও চলে চোখ এড়িয়ে, দেশের নেতা যত।
বন্ধু বলে, ‘কাঁপছো কেনো, চলতি বিষের ডরে?’
 
কত দুঃখ-কষ্ট স’য়ে, রয়েছে কত প্রাণ। 
তার তুলনায়, তুচ্ছ আমার, যতই সাদা চুল। 
আসছে কালে, নীল আকাশের তলায় গাইবো গান। 
বসন্তের সেই হওয়ার চুমে, নাচবে রঙিন ফুল।
 
শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ খ্রি. 
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া
 

Sunday, March 31, 2024

Buker bhalobaxa-বুকের ভালবাসা

 
বুকের ভালবাসা

রাজ্য, রাষ্ট্র আসে, যায়, 
বেলার ছায়ার মত— 
যুদ্ধ, বিবাদ, জয়, পরাজয়, 
হত্যাকাণ্ড যত।

দিনের সূর্য ওঠে, নামে, 
রাতের চন্দ্র তারা—
জোয়ার-ভাটায় দিন কেটে যায়,  
ঋতু, বছর সারা।

কত কান্না, কত হাসি, 
কত দুঃখ, সুখ—
জন্ম-জীবন-মরণ মালায় 
কোটি কোটি মুখ।

এই জীবনের স্মৃতি আসে—
যেনো গতকাল। 
দেখতে দেখতে দিন চলে যায়— 
এই আমাদের হাল।

ফুলের গন্ধ, সাঁঝের ছায়া, 
দিন-দুপুরের আলো। 
জলের শব্দ, গাছের দোলন, 
বুকের বাসা, ভালো।
 
শনিবার, ৩০ মার্চ, ২০২৪ খ্রি.
 বার্ক্লি, ক্যালিফর্নিয়া.

Friday, March 29, 2024

T'akar khe'la-টাকার খেলা

 
টাকার খেলা

শ্রমের চাপে, কৃষক-কুলির 
শরীর ভেঙে পড়ে। 
ধনিক জনের সঞ্চয় বাড়ে।
গরীব ভুগে মরে।

জীবন ধরে, বেদম খেটে, 
শ্রমিক খোড়ে গর্ত। 
খাজনা-সুদ-মুনাফায় বাড়ে 
পুঁজিপতির অর্থ।

সব ক্রিয়াতে টাকার খেলা, 
কৃপার ঘোর অভাব। 
‘শান্তি’-কালেও যুদ্ধ চলে। 
মহাজনের লাভ।

লোভের থেকে, হিংস্রতা,
লুন্ঠন, হাহাকার।
সহ্য করলে, মৃত্যু ধীরে।
লড়লে, শীঘ্র বার।

জনসাধারণ বন্দী থাকে 
ধূর্ত ঠকের ফাঁদে। 
অন্যায়-অত্যাচারের জুলুম।
অনাথ শিশু কাঁদে।

 বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রি.
 বার্ক্লি, ক্যালিফর্নিয়া.