.
কি মুশকিল / কেওড়াতলা
.
'ন্যায়-অন্যায়ের ওলট-পালট! খুনাখুনি হবে!'
এসব শুনে, জবাব পাঠাই, মৃদু-মধুর রবে,
'যা হবার, তো হবেই হবে। কি আর করা, ভাই?
নিজের টুকু গুছিয়ে নিয়ে, শান্ত হলাম তাই'।
.
এই শুনে যে আরেক বলে, 'ঘুমের থেকে জাগো!
চারিদিকে লাগছে আগুন। পোঁটলা বেঁধে, ভাগো!'
কি করা যায়, এমন হালে? বুঝিয়ে আমায় বলো।
নইলে বাছা, আমার সাথে কেওড়াতলায় চলো।
.
এই ভারতের লাশটা তুলে, ডাকবো ‘হরি বোল!’
রাস্তা দিয়ে চলবো ছুটে, বাজবে কানে ঢোল।
শ্মশান ঘাটে, বামুন ডেকে, বলবো, ‘দেখুন, ভাই,
সঠিক ভাবে কাজটা সারুন। জ্বালিয়ে করি ছাই’।
.
রবিবার, ২০ অগাস্ট, ২০২৩ খ্রি
বার্ক্লি, ক্যালিফর্নিয়া
.
কি মুশকিল / কেওড়াতলা
.
'ন্যায়-অন্যায়ের ওলট-পালট! খুনাখুনি হবে!'
এসব শুনে, জবাব পাঠাই, মৃদু-মধুর রবে,
'যা হবার, তো হবেই হবে। কি আর করা, ভাই?
নিজের টুকু গুছিয়ে নিয়ে, শান্ত হলাম তাই'।
.
এই শুনে যে আরেক বলে, 'ঘুমের থেকে জাগো!
চারিদিকে লাগছে আগুন। পোঁটলা বেঁধে, ভাগো!'
কি করা যায়, এমন হালে? বুঝিয়ে আমায় বলো।
নইলে বাছা, আমার সাথে কেওড়াতলায় চলো।
.
এই ভারতের লাশটা তুলে, ডাকবো ‘হরি বোল!’
রাস্তা দিয়ে চলবো ছুটে, বাজবে কানে ঢোল।
শ্মশান ঘাটে, বামুন ডেকে, বলবো, ‘দেখুন, ভাই,
সঠিক ভাবে কাজটা সারুন। জ্বালিয়ে করি ছাই’।
.
রবিবার, ২০ অগাস্ট, ২০২৩ খ্রি
বার্ক্লি, ক্যালিফর্নিয়া
.