যুগ আমাদের কলি
রাজনীতি বলে, ‘বিকাশ জরুরী!’
বাণিজ্য বলে, ‘ঠিক!’
হুঁশিয়ারি
বলে, ‘সাবধানে, ভাই!’
লোভ-খাঁই
বলে, ‘ধিক!’
জগৎ জুড়ে আগুন জ্বলে,
পশু-বৃক্ষ মরে।
‘প্রগতি চায় কুরবান’ ব’লে,
নেতা তুচ্ছ করে।
সমাজ-পরিবার ভাঙচুর,
শুদ্ধির বদলে ছল।
জগন্নাথের রথের অবতার,
প্রাণ-পেষানো কল।
বিকাশ-প্রগতির মন্দিরে কি
দিতে হবে সবার বলি?
এমন প্রশ্নের স্পর্ধা কাদের?
যুগ আমাদের কলি।
সওয়াল
ওঠালে জরিমানা, জেল।
ধিক্কার
অতি ঘোর।
দেখতে
দেখতে সন্ধ্যে এলো।
আসবে কি আর ভোর?
চোখ-কান খুলে, চিত্তের অন্তরে
বিচার করতে হবে।
বিবেকের মৃদু গলা, সাহসের জোরে
কর্মে জানাতে হবে।
এসো
ভাই-বোন, দেশী-পরদেশী,
এই কাজে
দেও যোগ।
কলি
যুগের মাঝে, সকলে মিলে
করো মোক্ষার
কিছু ভোগ।
একদিনে বা এক জীবনে
আসে কি মুক্তির ভোর?
তমসা-আঁধারে, দৌড় থেকে ঘুরে,
লক্ষ্য দীপের জোর!
বুধবার, ২৮ জুলাই, ২০২১
খ্রি,
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
No comments:
Post a Comment
If you have comments, criticism, suggestions or questions, please write these here.