আসা যাওয়া / স্মৃতি
তোমরা
গেছো, আমরা আছি,
তবুও
আজকে দেশে
গ্রীষ্ম কমেছে, বর্ষা এসেছে,
শীতল, সবুজ বেশে।
তোমরা গেছো, আমরা আছি,
জানিনা আর কতদিন।
স্থানে-সমাজে ঋতু আসে যায়,
উদার অথবা হীন।
******
কতো কি নতু্ন, তবুও দেখি
কতো পুরনো রীতি।
জোয়ার-ভাটায়, তুমুল ধারায়,
বইছে এখনো স্মৃতি।
কতো
কিছু হারালো এক, আর ঘুরে
কতো কিছু আরেক পেলো।
তোমরা গেছো, আমরা আছি।
যাওয়ার সময় এলো।
******
তোমরা
গেলে,
আবার এলে
নতুন ঋতুর ফুলে।
আমরা যাবো, আসবো ফিরে
এই জগতের কূলে।
সব ভেসে যায়, জানিনা কোথায়।
আসে ফিরে কোথা-থেকে।
কিছুদিন র’য়ে, চ’লে যায় আবার,
স্মৃতিটুকু বাকি রেখে।
রবিবার, ১৩ই জুন, ২০২১
খ্রি,
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
গ্রীষ্ম কমেছে, বর্ষা এসেছে,
শীতল, সবুজ বেশে।
স্থানে-সমাজে ঋতু আসে যায়,
জোয়ার-ভাটায়, তুমুল ধারায়,
কতো কিছু আরেক পেলো।
তোমরা গেছো, আমরা আছি।
যাওয়ার সময় এলো।
নতুন ঋতুর ফুলে।
আমরা যাবো, আসবো ফিরে
এই জগতের কূলে।
আসে ফিরে কোথা-থেকে।
কিছুদিন র’য়ে, চ’লে যায় আবার,
No comments:
Post a Comment
If you have comments, criticism, suggestions or questions, please write these here.