টাকার ধন্দা
টাকা-পয়সা, আইন-কানুন,
সংসার আর বাণিজ্যের জট—
আমার মাথায় ঢোঁকে নি আগে,
আজও ঢোঁকে না, ভাই।
খেটে রোজগার করেছি সদা।
নিই নি কখনো ধার।
খর্চে বা কিপ্টে হই নি আমি। *
যেটা পাই, সেটা খাই।
মেনেছি আইন। দিয়েছি ট্যাক্স,
ভাড়া, মাসিক মূল্য।
আয় যে শুধু চাকরির থেকে।
পুঁজিটা বাড়ে নি তাই।
টাকার ধন্দা বুঝি নি আমি।
সঞ্চয় করি নি ধন।
তাইতো আজ, কড়ি বাজারে,
ধমকানিটা খাই।
বুড়ো বয়সে নড়েছে টনক।
টাকাকে নমাই রোজ।
গ্রাহ্য করে না আমাকে তাও।
সময় হয়েছে, যাই।
এমন ভেবে, আবার ভাবি—
জীবন-মরণ নয়।
যতই টাকা কামাই, জমাই,
সব-ই শেষে ছাই।
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ খ্রি.
বার্ক্লি, ক্যলিফোর্নিয়া
* খর্চে [खोर्चे]: খরচে: spendthrift
কিপ্টে: কিপটে: miser, scrooge
No comments:
Post a Comment
If you have comments, criticism, suggestions or questions, please write these here.