সবকিছুই কি বেচাকেনা?
.
বৃদ্ধের কাছে এসেছো,
আশার অপেক্ষায়?
এদিকে তো আশা আমার
লোপ হয়েছে প্রায়।
.
সবকিছুই হচ্ছে শেষে
ব্যবসা করার উপায়।
বাকি যেনো এলেবেলে—
সরিয়ে দেওয়া যায়।
.
ব্যবসা আবার কি কারণে?
ধনের জোগাড়, ভাই।
এটার জন্য, আরো কিন্তু
অনেক কিছু চাই।
.
চাই চাহিদা, খোলাবাজার,
কেনাকাটার শখ।
তা না হলে, ব্যবসা কোথায়—
খাঁটি হোক বা ঠক?
.
সস্তা তেল আর কয়লা, ধাতু,
সস্তা বিজলী, জমি,
সস্তা শ্রমিক—এ না হলে,
হবে কি কেউ ধনী?
.
ও হ্যাঁ। জমির দামটা যদি বাড়ে,
তাতেও ব্যবসা হয়।
লোকের স্রোতে, জমির দামে
হচ্ছে কবে ক্ষয়?
.
অন্য উপায়? সব-ই শেষে
খাজনা-সুদের জোরে।
দুটোই তো ভাই গুন্ডা-ডাকাত
দলের সৃষ্টি, ওরে!
.
ঋণ আর ভাড়ার নেওয়া দেওয়া—
এতেই জগত চলে।
জগন্নাথের রথের টানা,
বন্দী জীবের বলে।
.
শ্রমিক, সৈনিক পাচ্ছে বেতন,
খাটছে, লড়ছে তাই।
হোক বা না হোক চাষটা সফল,
খাজনা, সুদ তো চাই।
.
শক্তির, ধনের সিঁড়ি আছে,
খাজনার, সুদের ধাপ।
সৃষ্টিকর্তার আইন, নাকি—
মানুষ জাতির পাপ?
.
******
.
বড়লোকদের দোষ দিও না।
দোষ তো প্রতি জনে।
অনেক রকম ব্যামো আছে,
মানুষ জাতির মনে।
.
তবে সবচেয়ে বড় ব্যারাম,
শক্তিধরের লোভ।
‘সম্পত্তি’ আর ‘আমার, তোমার’—
এতেই যত ক্ষোভ।
.
মানুষ জাতি স্বাধীন ছিলো—
যেমন চড়ুই শালিক।
জমির ফাঁদে পড়লো খাঁচায়।
ডাকাত হলো মালিক।
.
রাজা-গজার কাল চুকেছে।
ধনিক, পরম পতি।
প্রগতির এই যুগে, দেখো
উন্নয়নের গতি।
.
মানুষ জাতি খুব-ই চতুর!
দেখবে, দেশে দেশে,
উদ্যোগ আর বাণিজ্যের বানে,
শুদ্ধি গেছে ভেসে।
.
সবকিছুই তো বেচাকেনা।
পুরুষ, স্ত্রী ও তাই।
মানুষ-দেবের সৃষ্টি এটা।
কি আর করা, ভাই?
.
এমনি ভেবে, হাল ছেড়ো না,
পোদ্দার যতই হাসে।
খাঁটি জিনিস, মায়ের দয়ায়,
বিনা টাকায় আসে।
.
খালি হাতে এসেছিলে,
যাবেও খালি হাতে।
দুঃখ, খুশি—দুটোই খাবে,
যেটাই পাবে পাতে।
.
চেষ্টা ক'রো। ভয় পেয়ো না।
মধু, তেতো চেখো।
যেটাই আসে জীবন পথে,
সেটার থেকে শেখো।
.
জয় বিজয় তো আসবে যাবে।
চলবে জীবন লীলা।
বিমল রেখো মনটা শুধু,
খেলছো যখন ক্রীড়া।
.
******
বড়লোকদের দোষ দিও না।
দোষ তো প্রতি জনে।
অনেক রকম ব্যামো আছে,
মানুষ জাতির মনে।
.
তবে সবচেয়ে বড় ব্যারাম,
শক্তিধরের লোভ।
‘সম্পত্তি’ আর ‘আমার, তোমার’—
এতেই যত ক্ষোভ।
.
মানুষ জাতি স্বাধীন ছিলো—
যেমন চড়ুই শালিক।
জমির ফাঁদে পড়লো খাঁচায়।
ডাকাত হলো মালিক।
.
রাজা-গজার কাল চুকেছে।
ধনিক, পরম পতি।
প্রগতির এই যুগে, দেখো
উন্নয়নের গতি।
.
মানুষ জাতি খুব-ই চতুর!
দেখবে, দেশে দেশে,
উদ্যোগ আর বাণিজ্যের বানে,
শুদ্ধি গেছে ভেসে।
.
সবকিছুই তো বেচাকেনা।
পুরুষ, স্ত্রী ও তাই।
মানুষ-দেবের সৃষ্টি এটা।
কি আর করা, ভাই?
.
এমনি ভেবে, হাল ছেড়ো না,
পোদ্দার যতই হাসে।
খাঁটি জিনিস, মায়ের দয়ায়,
বিনা টাকায় আসে।
.
খালি হাতে এসেছিলে,
যাবেও খালি হাতে।
দুঃখ, খুশি—দুটোই খাবে,
যেটাই পাবে পাতে।
.
চেষ্টা ক'রো। ভয় পেয়ো না।
মধু, তেতো চেখো।
যেটাই আসে জীবন পথে,
সেটার থেকে শেখো।
.
জয় বিজয় তো আসবে যাবে।
চলবে জীবন লীলা।
বিমল রেখো মনটা শুধু,
খেলছো যখন ক্রীড়া।
.
******
.
ধন উপার্জন? করবো না, ভাই,
এই ব্যাপারে মানা।
সংসারে যে বাঁচতে হবে,
তা তো সবাইর জানা।
.
কিন্তু এটা হয় না যেনো
মাতলামি বা নেশা।
কামের নেশা অনেক ভালো।
তাও কি কারোর পেশা?
.
হ্যাঁ হ্যাঁ, জানি। সেটাও আছে।
উদাহরণ বাজে!
প্রত্যেকের-ই নেশা আছে—
মালে হোক বা কাজে।
.
মানুষ জাতির এটাই আকার।
হয়তো সেটাই ভালো।
কিন্তু, একটা নেশার চোটে,
নিভছে বাকি আলো।
.
নিভছে আশার আলো, তবে
বইছে আগুন-ঝড়।
মুখ ফুটে তা বললে, ওরে,
পড়বে মুখে চড়।
.
খিদায়, বোমায় মরছে যত,
ততোই বড়াই, ঠকের।
দুঃখ, ব্যথা বাড়ছে যত,
ততই চড়াই, স্টকের।
.
এসব বুঝেও হাল ছেড়ো না,
দুঃখে যেও না ঝুঁকে।
দয়া, কৃপা স্মরণ করে,
আশা রেখো বুকে।
.
প্রতি জীবে শয়তান আছে,
প্রতি জীবে সন্ত।
দুঃখ, ক্লেশের ঢেউয়ের নিচে,
বইছে সুখ অনন্ত।
.
মরন-শোকে, মুক্তির খোঁজে,
যেও না মক্কা-কাশি।
নিজের গাঁয়ে, খুঁজলে পাবে
ছোট্ট শিশুর হাসি।
.
কারখানা আর গঁজের চাকায়,
মরছে রাশি রাশি।
তাও তো দূরে ডাকছে, শোনো,
সেই রাখালের বাঁশি।
.
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
ধন উপার্জন? করবো না, ভাই,
এই ব্যাপারে মানা।
সংসারে যে বাঁচতে হবে,
তা তো সবাইর জানা।
.
কিন্তু এটা হয় না যেনো
মাতলামি বা নেশা।
কামের নেশা অনেক ভালো।
তাও কি কারোর পেশা?
.
হ্যাঁ হ্যাঁ, জানি। সেটাও আছে।
উদাহরণ বাজে!
প্রত্যেকের-ই নেশা আছে—
মালে হোক বা কাজে।
.
মানুষ জাতির এটাই আকার।
হয়তো সেটাই ভালো।
কিন্তু, একটা নেশার চোটে,
নিভছে বাকি আলো।
.
নিভছে আশার আলো, তবে
বইছে আগুন-ঝড়।
মুখ ফুটে তা বললে, ওরে,
পড়বে মুখে চড়।
.
খিদায়, বোমায় মরছে যত,
ততোই বড়াই, ঠকের।
দুঃখ, ব্যথা বাড়ছে যত,
ততই চড়াই, স্টকের।
.
এসব বুঝেও হাল ছেড়ো না,
দুঃখে যেও না ঝুঁকে।
দয়া, কৃপা স্মরণ করে,
আশা রেখো বুকে।
.
প্রতি জীবে শয়তান আছে,
প্রতি জীবে সন্ত।
দুঃখ, ক্লেশের ঢেউয়ের নিচে,
বইছে সুখ অনন্ত।
.
মরন-শোকে, মুক্তির খোঁজে,
যেও না মক্কা-কাশি।
নিজের গাঁয়ে, খুঁজলে পাবে
ছোট্ট শিশুর হাসি।
.
কারখানা আর গঁজের চাকায়,
মরছে রাশি রাশি।
তাও তো দূরে ডাকছে, শোনো,
সেই রাখালের বাঁশি।
.
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
No comments:
Post a Comment
If you have comments, criticism, suggestions or questions, please write these here.