Tuesday, September 3, 2019

Axol dexe, nei po'taka-আসল দেশে, নেই পতাকা

 
আসল দেশে, নেই পতাকা
 
দেশ কি কোনো মাটি-জমি? 
দেশ কি কারোর রাজ? 
দেশ তো সবার মনের মাঝে—
ভালোবাসার কাজ।
 
দেশকে বলে আমার তোমার?
দেশকে বলে তার? 
আসল দেশে নেই পতাকা, 
নেই গো সীমায় তার। 
 
******
 
পরদেশী না দেশি? 
আত্মীয় না পর? 
সেই দেশের-ই অংশ আমি, 
যে দেশে পাই ঘর। 
 
নিয়েছি এই জন্ম এবার, 
পরেছি এই বেশ। 
যে দেশে কেউ দয়া দেখায়, 
সেটাই আমার দেশ।
 
যে আমাকে মনে রাখে, 
যতই আসি যাই, 
তাকে আমি বন্ধু বলি, 
তাকেই ভাবি ভাই। 
 
যাকে আমি বুকে রাখি, 
যার ওপরে চোখ—
সেই তো আমার দেশের মানুষ, 
যতই দূরে হোক।
 
যে দেশে রোজ, কাজের চোটে, 
ঘাম এসেছে গায়, 
সেই দেশেরই দিশি আমি। 
এটাও আমার আয়।
 
যেসব দেশে ঠাঁই পেয়েছি, 
খেয়েছি অন্নজল, 
সেসব দেশের দিশি আমি। 
নেই গো এতে ছল।
 
যে মাটিতে জন্ম আমার, 
সেটা আমার নয়। 
প্রতি জীবের মাটি সেটা,  
সদা যেন রয়। 
 
******
 
দেশকে বলে আমার তোমার?
দেশকে বলে তার? 
আসল দেশে নেই পতাকা, 
নেই গো সীমায় তার। 
 
খেটে-খেলে, কেঁদে-হেসে, 
শুরু থেকে শেষ, 
চোখের জলে, ভালোবেসে, 
গড়েছি সেই দেশ।
 
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি 
ব্রুক্লিন, নিউ ইয়র্ক

 

No comments:

Post a Comment

If you have comments, criticism, suggestions or questions, please write these here.