.
ঝড়
সাগর-বিস্তারে ঢেউয়ের খেলা,
গভীরে প্রবল ধারা।
দূর দিগন্তের ঝড় এসে যায়,
ঢেকে দেয় নভ, সারা।
ঘরে ঘরে হয় তর্ক-বিবাদ,
দেশে দেশে হয় কলি।
ধন-ক্ষমতার যজ্ঞে সদা
নিরীহ জনের বলি।
নৌয়ের পালে সুখের হাওয়ার
বদলে, দুঃখ, ক্লেশ।
ঝুঁকির ভ্রমণ, জীবন-তরীর,
শুরুর থেকে শেষ।
তুমুল ঝড়ে বিপদ আসে।
ধূসর, গগন-ভূমি।
নীল আকাশের আশায় থাকে
পিঁপড়ে—আমি-তুমি।
রবিবার, ১৬ জুন, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া
.
No comments:
Post a Comment
If you have comments, criticism, suggestions or questions, please write these here.