Wednesday, May 22, 2024

Lokkhi bo'nam Xo'roxxoti-Ixxo'r hok ba bap-লক্ষ্মী বনাম সরস্বতী-ঈশ্বর হোক বা বাপ

.
লক্ষ্মী বনাম সরস্বতী /
 ঈশ্বর হোক বা বাপ
.
বাবা আমায় বললো, ‘বাছা,
দুঃখ লাগে দেখে—
বইয়ের ভারি ঝোলা বয়ে
চলছো পথে বেগে’।
.
‘পড়াশোনা করেও কেনো
এমন গোটা হাদা?
পিঠের ওপর ব্যাগ চাপিয়ে,
হচ্ছো ধোপার গাধা!’
.
‘এই বিদেশে এসে, লোকে,
কালের রীতি মেনে,
রোজগারে বেশ ধন জমিয়ে,
গাড়ি-বাড়ি কেনে’।
.
‘তাও যে দেখি, কাঙ্গাল হয়ে
রয়েছো দশক ধরে।
নেই গো গাড়ি, নেই গো বাড়ি!
বোঝাও ব্যাপার, মোরে’।
.
******
.
মাথা চুলকিয়ে জবাব দিলাম,
কয়েক মিনিট ভেবে।
‘তোমার কথা শুনেই আমার
নেই যে কড়ি, জেবে’।
.
‘পুঁজিবাদ যে মন্দ, অশিব—
সম্পত্তি, মূল পাপ—
এসব কথা বলতো আমায়
শ্রদ্ধেয় নিজের বাপ’।
.
‘ছোটবেলার থেকে শুনে,
শিক্ষা মনে রেখে,
রয়েছি, বাবা, দূরে সদা
ব্যবসা, সুদের থেকে’।
.
‘সরল ভাবে জীবন যাপন,
ধনের থেকে দূরে—
এ পথ থেকে বলছো এবার
চলতে হবে ঘুরে?’
.
‘বিলম্বে যে বলছো এখন,
এত বছর পরে:
“সরস্বতীর চর্চা ছেড়ে
লক্ষ্মী আনো ঘরে”’।
.
‘দুজন দেবীর সেবক, সমান,
হয়তো হওয়া যায়।
এই প্রথাটার শেখার সময়
গেছে চলে, হায়!’
.
******
.
আমার জবাব শুনে, বাবা
বললো, ‘বাছাধন,
গরিব হয়ে থাকতে যদি
তৃপ্ত তোমার মন,
.
এই ভাবেই কাটাও জীবন,
ক’রো না বাদে বিলাপ।
দোষ দিও না অন্য কাকেও—
ঈশ্বর হোক বা বাপ’।
.
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ খ্রি.
বার্ক্লি, কালিফোর্নিয়া
.

No comments:

Post a Comment

If you have comments, criticism, suggestions or questions, please write these here.