রাত পোহালো
.
রাত পোহালো। প্রথম আলোয়,
ঘুম ভেঙ্গেছে মোর।
জানালা দিয়ে বাইরে দেখি—
কুয়াশা ভরা ভোর।
.
ছোট্ট পাখির ডাক শোনা যায়।
মানবো আহবান।
ঘরের থেকে বেরিয়ে আমি
ক’রবো প্রাতের পান।
.
মুখটা ধুয়ে, চটিটা পড়ে,
বেরই ভোর সকালে।
এই স্মৃতিটা আসলো ফিরে,
শুষ্ক বৃদ্ধকালে।
.
রক্ত ঢেলে সূর্য ওঠে,
ক্রমশ হয় স্বর্ণ।
রবির আলোর ছোঁয়ায় জ্বলে
নারীর মুখের বর্ণ।
.
রাতের শিশির দিনের রোদে
হচ্ছে ক্রমে হাওয়া।
ফুলের পাপড়ি দুলছে খুলে।
ভৃঙ্গের আসা-যাওয়া।
.
এত বছর বাদেও আবার
আসছে ফিরে স্মৃতি।
ঋতুর যেমন চক্র, তেমন
মনের আপন রীতি।
.
বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ খ্রি.
বার্ক্লি, ক্যালিফোর্নিয়া
.
No comments:
Post a Comment
If you have comments, criticism, suggestions or questions, please write these here.