প্রগতি
নিষ্ঠুরতার অন্ত কোথায়?
জীবের চোখে ভয়।
বোমার ঝড়ে ঝাঁকছে ভূমি,
কাঁপছে শিশু, হায়!
কোথায়, দিদি-দাদা?
এই প্রগতির দাপট দেখে,
ভাসছে চোখে ধাঁধা।
রাত পোহালো, প্রভাত এলো।
ধুঁকছে, রক্ত মেখে।
এই প্রগতির উগ্র প্রচার
হচ্ছে যতই দেশে,
গানের ধ্বনি উঠছে জেগে
ততই তীব্র ক্লেশে।
No comments:
Post a Comment
If you have comments, criticism, suggestions or questions, please write these here.