Sunday, March 10, 2024

Progoti-প্রগতি

 
প্রগতি
 
 প্রগতির গান গাইছো তুমি—
 নতুন যুগের জয়।
 নিষ্ঠুরতার অন্ত কোথায়?
 জীবের চোখে ভয়।
 বোমার ঝড়ে ঝাঁকছে ভূমি,
 কাঁপছে শিশু, হায়!
 
 মা-বাবা যে কোথায় গেলো!
 কোথায়, দিদি-দাদা?
 এই প্রগতির দাপট দেখে,
 ভাসছে চোখে ধাঁধা।
রাত পোহালো, প্রভাত এলো
ধুঁকছে, রক্ত মেখে

এই প্রগতির উগ্র প্রচার 
হচ্ছে যতই দেশে,
গানের ধ্বনি উঠছে জেগে 
ততই তীব্র ক্লেশে।
 
 রবিবার, ১০ মার্চ, ২০২৪ খ্রি.
 বার্ক্লি, ক্যালিফর্নিয়া
.
 
 

No comments:

Post a Comment

If you have comments, criticism, suggestions or questions, please write these here.