Saturday, November 19, 2022

ভীতি-২০২২-১১-১৯

 
ভীতি (২০২২-১১-১৯)
 
খুশির সঙ্গে ব্যথা কিছু,
চাহনার সঙ্গে ভয়
এমন জোড়ায়, জীবন যাপন
সাধ্য-সম্ভব হয়
 
ব্যথা যাদের লাগে না, তাদের
অঙ্গ খসে পড়ে
ভয় যারা পায় না, তারা
সবার আগে মরে
 
অবিরামের ব্যথা তবে,
অবিরামের ভয়
দেহে-মনে, জীবন ধরে,
সহনীয় নয়
 
******
 
একজন যাতে দাঁড়িয়ে লড়ে,
আরেক তাতে ছোটে
একের সাহস, অন্যের ভীতি
কোথার থেকে জোটে?
 
তাই দেখো, কেউ খতরে চলে,
ভয় করে না, মরতে
কি খোরাকে সাহস তার-,
যে জানেনা, ডরতে?
 
বৃদ্ধ যেমন ভয়তে ভরা,
তেমনি কোনো নবীন
ভয়ের কারণ কি যেসেটা
বুঝতে পারা কঠিন
 
******
 
জীবন-পথে যখন একা,
বিপদে অস্ত্রহীন,
মনে হয় তখন, শঙ্কার চোটে,
দেহ শক্তিহীন
 
আছে কি কোনো ওষুধ-দওয়াই
ভীতির রোগের ভোজ?
সস্তা হোক, বা যতই দামি
করা যায় কি খোঁজ?
 
স্বাসের ধ্যান ব্যামের সাফাই
কীর্তন গেয়ে মুক্তি
প্রতি প্রথায়, শান্তির খোঁজের
ধারার সাথে যুক্তি
 
******
 
যেটা করার, সেটা করা
এটাও মূলে আছে
এই শিল্পের দখল পেলে,
শান্তি বুকে আসে
 
বাকির সাথে, কি পাওয়া যায়,
পথের দিনে-রাতে?
ক্ষতির চোটের শিক্ষা বটে,
দুঃখ, ভীতির সাথে
 
এদের থেকে না পালিয়ে,
সহযাত্রী বলে,
মুখের দিকে তাকিয়ে তাদের,
বসাতে হয় কোলে
 
শনিবার, ১৯ অক্টোবর, ২০২২ খ্রি.
ব্রুক্লিন, নিউ ইয়র্ক
 

No comments:

Post a Comment

If you have comments, criticism, suggestions or questions, please write these here.